সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: আত্মরক্ষার জন্য বিভিন্ন স্থানে স্কুল খুলে নিয়মিত দেওয়া হয় ক্লাস বা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে যাহা ক্যারাটে স্কুল নামে সর্বাধিক পরিচিত।যুগোপযোগী তথা পথে ঘাটে বেরোনোর পথে আত্মরক্ষার জন্য এ এক লড়াইয়ের কৌশল।বর্তমানে ক্যারাটে শিক্ষার চাহিদা দৈনন্দিন বেড়েই চলেছে ছেলে মেয়েদের মধ্যে এমনকি শহর ছেড়ে গ্রামীণ এলাকায় ও এর চাহিদা ব্যাপক।সেইরূপ “মিশন অনন্যা” নামক এক সংস্থার মাধ্যমে এতদিন স্কুল, কলেজের ছাত্রীদের বিনামূল্যে আত্মরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা ছিল, এবার পৃথক ভাবে ছেলেদের জন্য ও শুরু হয়েছে প্রশিক্ষণ দেওয়ার কাজ । বীরভূম জেলার পুলিশকর্মী কৌশভ সান্যাল তাঁর অবসর সময়কে কাজে লাগিয়ে ইতিমধ্যেই বীরভূম,হুগলি ও বর্ধমান এই তিন জেলার প্রায় ষাটহাজার ছাত্রীকে বিনামূল্যে আত্মরক্ষার প্রশিক্ষণ দিয়েছেন। তবে এবার থেকে স্কুল কলেজের ছাত্রদেরও তাঁর মিশনের অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করলেন । বোলপুর উচ্চ বিদ্যালয়ের এনসিসি ক্লাসের শতাধিক ছাত্রকে প্রশিক্ষনের মাধ্যমে এই নতুন মিশনের শুভ সূচনা তথা পথ চলা শুরু করলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct