আপনজন ডেস্ক: ১০ লাখ কর্মের শূন্যপদ পূরণ করতে সারাবিশ্ব থেকে জনবল নেবে কানাডা। কাজের পাশাপাশি এসব জনবলকে পরবর্তীতে নাগরিকত্ব দেবে দেশটি। কানাডার কর্মক্ষম মানুষরা আগামী দিনে অবসরে যাবেন। এতে লোক কমে যাওয়ায় কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। আর নতুন কানাডিয়ানরা চাকরি করতে রাজি নন। সব মিলিয়ে কানাডায় কর্মসংস্থানের বিপরীতে জনবল সংকট রয়েছে। ২০২২-এর শ্রম শক্তি সমীক্ষায় দেখা যাচ্ছে, ২০২১ সালের মে মাসের তুলনায় ২০২২ সালে শূন্যপদের সংখ্যা বেড়েছে তিন লাখেরও বেশি। এ পরিস্থিতিতে চলতি বছর কানাডা চার লাখের বেশি মানুষকে সে দেশের স্থায়ী নাগরিকত্ব দেবে। আগামী বছর অর্থাৎ ২০২৪-এ তা বেড়ে হবে সাড়ে চার লাখ। তাই এ সময় কানাডায় নাগরিকত্ব নিতে ইচ্ছুকদের কাছে সুবর্ণ সুযোগ হতে পারে বলে মনে করা হচ্ছে। পরিবহন, অর্থ, বিমা থেকে বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি নির্ভর কাজের পাশাপাশি রিয়েল এস্টেট ক্ষেত্রেও বিপুল শূন্যপদ রয়েছে। তাই এসব পদে জনবল নিয়োগ দেবে কানাডা। দেশটির সংবাদমাধ্যম জানায়, নির্মাণ শিল্পে এপ্রিলে শূন্যপদের সংখ্যা ছিল ৮৯ হাজার ৯০০ যা গত বছরের এপ্রিলের তুলনায় ৪৫ শতাংশ বেশি। হোটেল ও খাদ্যপণ্যের ক্ষেত্রে মে-তে নোভা স্কটিয়াওবং মানিতোবায় দেড় লাখেরও বেশি লোকের প্রয়োজন ছিল। এ ক্ষেত্রে গত ১৩ মাস ধরেই বিপুল শূন্যপদে কেউ চাকরি করতে আগ্রহ দেখাচ্ছেন না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct