সম্প্রীতি মোল্লা, কলকাতা, আপনজন: রবিবার কলকাতার ব্যাংকশাল আদালতে পেশ করা হয় পার্কস্ট্রিটের জাদুঘরে গুলি চালনার ঘটনায় গ্রেফতার হওয়া ঘাতক সিআইএসএফ জওয়ান অক্ষয় কুমার কুমার মিশ্রকে। এদিন ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। রবিবার ধৃত জওয়ান কে ব্যাঙ্কশাল আদালতে পেশ করলে বিচারক অক্ষয় কুমারকে মিশ্রকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন।গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ পার্কস্ট্রিটের কিট স্ট্রিটে এমএলএ হস্টেলের উল্টো দিকে কেন্দ্রীয় বাহিনীর ব্যারাকে আচমাকই গুলি চলে। অক্ষয়কুমার মিশ্র নামে এক সিআইএসএফ এক জওয়ান একে-৪৭ নিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জাদুঘর চত্বরে। তাঁর ছোড়া গুলিতে রঞ্জিতকুমার সারেঙ্গি নামে অন্য এক জওয়ানের মৃত্যু হয়। জখম হন আরও একজন। এই গুলি চলার সংবাদ পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় কলকাতা পুলিশের বাহিনী। বুলেটপ্রুফ জ্যাকেটের নিরাপত্তা নিয়ে তাঁরা জাদুঘর চত্বরে শুরু করেন অপরেশন মোজো।হামলাকারী সশস্ত্র জওয়ানকে থামানোর প্রক্রিয়া চালান তাঁরা ।প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর ওই জওয়ান কে গ্রেফতার করা সম্ভব হয়। তাঁকে নিয়ে নিউমার্কেট থানায় নিয়ে আসে পুলিশ। তবে গ্রেফতার হয়েও অক্ষয়ের মুখে কোনও উদ্বেগ দেখা যায়নি। বরং পুলিশের গাড়িতে বসে কিছুটা নির্লিপ্ত ভাবেই হাত নাড়তে দেখা যায় সংবাদ মাধ্যম এর প্রতিনিধিদের কে। রবিবার সকালে তাঁকে নিউ মার্কেট থানা থেকে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য৷ এদিন দুপুরে আদালতে তোলা হয়, ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct