কোথায় রবি
তাপস কুমার বর
একটা ভাবনার উদিত আকাশে
মহাসমুদ্র বানিয়েছো
হে বিশ্বকবি, পুঞ্জিত পুঞ্জিত সাহিত্য জ্ঞানেই!
সেই ছেলেবেলায় পড়া শিশুপাঠ্য বই
পড়েছি কত ছড়া, সে ছিল ‘সহজ পাঠ্য’ই।
সেদিনের মতো আবার তোমাকে চাই,
আবেগগুলো ধরা পড়ে সাহিত্য জ্ঞানেই।
সাহিত্যের সমুদ্রে তুমি যে আর নেই,
গীতাঞ্জলি লিখে প্রথম ভারতে নোবেল আনলেই।
তোমার প্রতিভা আজও মহাসমুদ্রই
অমৃত-ধ্যান-জ্ঞানে বার বার তোমাকে চাই!
কোথায় তুমি বলবেই,
সাহিত্যের সমুদ্রে তুমি নেই।
তোমার প্রতিভা আমাদের মেরুদন্ডই
যার প্রেরণাতে
গুরুদেব বিশ্বের গর্বই।
জাতীয়তার মন্ত্রে
আমরা গান গাই
জনগণমন অধিনায়ক.....
এটাই ভারতবর্ষের মহামিলনের ঐক্যেই!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct