সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: শনিবার ডোমকলের বিডিও অফিসের কনফারেন্স ঘরে জেলা পুলিশের উদ্যোগে “সাইবার সচেতনতা শিবির” অনুষ্ঠিত হয়। এদিন ডোমকলের এসডিপিও সোশ্যাল মিডিয়ার ব্যবহার সম্পর্কে সচেতনতা অবলম্বনের বিষয়ে অডিও ভিজুয়ালে একাধিক বিষয় উল্লেখ করেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কোন বিষয়গুলি নজরে রাখতে হবে সেটাও জানানো হয়। এসডিও সুমিত কুমার রায় বলেন প্রথমে আমাদের জানতে হবে কিভাবে সাইবার ক্রাইম হয় এবং কিভাবে সেটাকে রোখা যায়। মহকুমা খাদ্য আধিকারিক মো মুসির আহম্মেদ বলেন, বর্তমানে পড়ুয়াদের হাতে মোবাইল দিলেও একটু নজর রাখতে হবে।তারা কোন বিষয়ে মোবাইলটাকে ব্যবহার করছে, তাই অভিভাবকদের বেশি করে দায়িত্ব নিতে হবে। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ডোমকলের মহকুমা শাসক সুমিত কুমার রায়, এসডিপিও সেখ সামসুদ্দিন, ডোমকল বিডিও শ্যামসুন্দর মিশ্র, আইসি জ্যোর্তিময় বাগচী, খাদ্য আধিকারিক মুসির আহমেদ ও অন্যান্য আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct