আমার গাঁয়ে
আসগার আলি মণ্ডল
আঁকা-বাঁকা মেঠো পথের
পাশেই আমার বাড়ি
সারাটা দিন ক্যাঁচোর-কোঁচর
চলে গরুর গাড়ি।
সন্ধ্যা-সকাল বিলের জলে
শাপলা-শালুক হাসে
স্নিগ্ধ হাওয়ার ঢেউ-এর তালে
রাজহংস ভাসে।
সকাল হলে পাখি ডাকে
বুড়ো বটের শাখে
রাত নামলে দূরের মাঠে
শেয়াল রোজ-ই হাঁকে।
জলপিপি আর ডাহুক ডাকে
সাঁঝে ঝোপে-ঝাড়ে
দীঘল দীঘির পদ্ম কলি
সবার-ই মন কাড়ে।
শিশু শিক্ষার কেন্দ্র আছে
ঠিক রাস্তার বাঁয়ে
বন্ধু সকল,এ সব পাবে
এলে আমার গাঁয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct