সেক আনোয়ার হোসেন, ভগবানপুর, আপনজন: এসএসসি গ্রুপ ডি-তে নিয়োগের নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগে জনতার বিক্ষোভের মুখে পড়লেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা। শনিবার তাঁর বাড়িতে চড়াও হয়ে দফায় দফায় বিক্ষোভ দেখালেন চাকরি প্রার্থীরা ও তাদের পরিবারের সদস্যরা। ঐ নেতাকে না পেয়ে বাড়িতে স্ত্রী, ছেলে উপরই আছড়ে পড়ে জনরোষ। তাঁদের গাছে বেঁধে মারধর করা হয় বলে জানা যাই। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভা এলাকার ভগবানপুর ১ নম্বর ব্লকের কোটবার গ্রাম পঞ্চায়েত। এই এলাকাতেই থাকেন পঞ্চায়েতের প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিবশংকর নায়েক। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে গ্রামবাসীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তিনি আদায় করেছেন। সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যা ঘনিষ্ঠ নান্টু প্রধানের মূল এজেন্ট ছিলেন শিবশংকর।পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি এবং জেল হেফাজতের খবর পেয়ে শনিবার সকালে চাকরিপ্রার্থীদের সমস্ত রাগ গিয়ে পড়ল শিবশংকরের উপর।তাঁর বাড়িতে চড়াও হলেন জনগণ। শিবশংকরের স্ত্রী মলিনা নায়েক বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য। রোষ আছড়ে পড়ে তাঁর উপরও।
শনিবার সকাল থেকে প্রতারিত চাকরিপ্রার্থীরা দফায় দফায় শিবশংকর নায়কের বাড়িতে বিক্ষোভ দেখায়। বাড়ির দরজায় ধাক্কা দিয়ে পরিবারের সদস্যদের উপর ক্ষোভ উগড়ে দেন তাঁরা। সে সময় বাড়িতে ছিলেন না শিব শঙ্কর। বিক্ষোভকারীদের অভিযোগ,চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একেকজনের কাছ থেকে লক্ষাধিক টাকা আদায় করেন তিনি। তার জন্য পার্থ চট্টোপাধ্যায়ের মূল এজেন্ট নান্টু প্রধানের নাম উল্লেখ করতেন। বোঝাতে চাইতেন,তিনি চাকরি দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু যাঁরা টাকা দিতেন,তাঁরা পরে চাকরির কথা বললেই এড়িয়ে যেতেন শিব শঙ্কর কেউ আবার জানালেন, দফায় দফায় মোট ৮ লক্ষ টাকা নিয়েছিলেন, অভিযোগ,পরিবারের সদস্যদের গাছে বেঁধে চলে মারধর। প্রতারিতদের দাবি,অবিলম্বে শিবশংকরকে গ্রেপ্তার করে সমস্ত টাকা ফেরানো হোক। পলাতক তৃণমূল নেতার খোঁজ শুরু করেছে পুলিস বিক্ষোভ কারীদের বিরুদ্ধে পুলিসে মৌখিক অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তের স্ত্রীও। চারজনকে আটক করেছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct