আপনজন ডেস্ক: প্রত্যাশিত মতোই দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্ধী মার্গারেট আলভার বিরুদ্ধে বিপুল ভোটে জিতলেন এনডিএ প্রার্থী পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর। ফলে, তিনি হতে চলেছেন দেশের পরবর্তী। শনিবার উপরাষ্ট্রপতি নির্বাচনে জগদীপ ধনকর জয়ী হওয়া একপ্রকার নিশ্চিত ছিল। ফল বেরনোর পর তাকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এমনকী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মার্গারেট আলভাও। উপরাষ্ট্রপতি নির্বাচনে জগদীপ ধনকর ৩৪৬ ভোটে ইউপিএ প্রার্থী মার্গারেট আলভাকে পরাজিত করেন।
উপরাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজন ছিল সাংসদদের ৩৭১টি ভোট। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধনকরপেয়েছেন ৫২৮টি ভোট। মোট ভোটের ৭০ শতাংশ। সংসদ কক্ষে সকাল ১০টায় নির্বাচন শুরু হয়েছিল। শেষ হয়েছে বিকেল ৫টায়। এদিকে, লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং জানিয়েছেন, ৭৮০ জন সাংসদের মধ্যে এদিন ভোট দেন ৭২৫ জন। এই ভোটপর্বের মধ্যে ১৫ টি ভোট বাতিল হয়েছে। আর ৭১০ টি ভোট কার্যকরি ছিল। এদিন সকাল ১০ টায় শুরু হয়েছে ভোটদান পর্ব। সন্ধ্যে গড়াতেই জানা গিয়েছে ভোটের ফলাফল। ধনকর পেয়েছেন ৫২৮টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী মার্গারেট আলভা পেয়েছেন ১৮২টি ভোট। বর্তমান উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ ১০ আগস্ট শেষ হচ্ছে। সেই কারণে ধনখড় ১১ আগস্ট শপথ নেবেন। শনিবার সংসদের উভয় কক্ষের সাংসদরা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। সংসদ ভবনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রাক্তন প্রধানমন্ত্রী সদ মনমোহন সিং, সোনিয়া গান্ধী প্রমুখ। তৃণমূল কংগ্রেস সাংসদরা উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন দলনেত্রী মমতার নির্দেশে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct