সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: এদিনের এই সভা মঞ্চ থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসকে দিশা দেখাবে এমনটাই মনে করছেন তৃণমূলের নেতৃত্বরা । কারণ সব সময় নজরে পরে মঞ্চ আলোকিত করছে তৃণমূল জেলা নেতৃত্ব থেকে শুরু করে হেভিয়েট নেতৃত্বরা । কিন্তু একেবারেই উলট পুরান দেখতে পাওয়া গেল বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের দ্বারিকাতে । বিষ্ণুপুর জেলা সাংগঠনিক আইএনটিটিইউসির একটি কর্মী সম্মেলনের আয়োজন করেন যার নেতৃত্বে ছিল বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আইএনটিটিইউসিরএর সভাপতি সোমনাথ মুখার্জি । সেখানে দেখা গেল মঞ্চ আলোকিত করছে পুরানো তৃণমূল কর্মীরা যারা বুথে বুথে দলীয় পতাকা টানান । এমনকি যারা যুদ্ধ করে নিজেদের অঙ্গ বলিদান করে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিলেন । মঞ্চের সামনে দর্শকের আসনে বসে রয়েছে জেলা সভাপতি বিধায়ক জেলা পরিষদের একাধিক নেতৃত্ব । শুধু তাই নয় জেলার ওই হেভি ওয়েট নেতৃত্বদের উত্তরীয় পরিয়ে মঞ্চে থাকা ওই তৃণমূল কর্মীদের বরণ করে নিতেও দেখা যায়।
সম্মেলন শেষে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি সোমনাথ মুখার্জি বলেন , এদিনের যা কর্মসূচি ছিল তা সমগ্র ভারতবর্ষে কেউ কখনো করেনি । শুধুমাত্র যারা তৃণমূল করেছে দলকে ভালোবেসেছে একটা সময় যুদ্ধ করে তৃণমূল দলটিকে ক্ষমতায় এনেছে যারা গলিতে গলিতে পাড়ায় পাড়ায় দলীয় পতাকা টাঙিয়েছে তাদেরকেই আজ সম্মান দেওয়া হল । তিনি মনে করেন , এই ধরনের কর্মসূচি জেলার বিভিন্ন প্রান্তে করা দরকার । এই কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল কর্মীদের মনোবল আরো বেশি চাঙ্গা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল । তৃণমূলের এই কর্মসূচি পঞ্চায়েত নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ । সংগঠনকে মজবুত করার পাশাপাশি শ্রমিক সংগঠনের এই কর্মসূচি দলীয় কর্মীদের মনোবল আরো বেশি চাঙ্গা করবে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct