মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: আগস্ট মাস স্বাধীনতার মাস কয়েকদিন পর ঘটা করে পালিত হবে স্বাধীনতা দিবস। বর্ধমানের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী অবিভক্ত বর্ধমানের জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট বর্ধমান পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্ধমান কোর্টের বিখ্যাত আইনবিদ মৌলভী মুহাম্মদম্মদ ইয়াসিনকে বেশিরভাগ বর্ধমানবাসী চেনেন না। বর্ধমান পৌরসভার অনেক চেয়ারম্যান ও পৌরপতিরাও মৌলভী মুহাম্মদ ইয়াসিন এর নাম শোনেননি। মহাত্মা গান্ধী বর্ধমান এসে যার খোঁজ করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের বিশিষ্ট অনুচর মৌলভী মোহাম্মদ ইয়াসিন অসহযোগ আন্দোলন থেকে শুরু করে খিলাফত আন্দোলন সমস্ত আন্দোলনেই তিনি বর্ধমান কে নেতৃত্ব দিয়েছেন কিন্তু কালের কি পরিহাস এত বড় একজন স্বাধীনতার সংগ্রামীর কথা মনে রাখেনি বর্ধমান। খুবই দুঃখের বিষয় তার নামে একটা রাস্তা থাকলেও কোনো সাইনবোর্ডে মৌলভী ইয়াসিনের নাম দেখতে পাওয়া যায় না। যেখানে বর্ধমানের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা তার নাম মনে রাখেনি পরবর্তী প্রজন্ম ছাত্র ছাত্রীদের কি দায় পড়েছে। বর্ধমানের পুরানো স্কুল গুলোর উন্নয়নে তার অবদান ভোলার নয়। ১৯১৯ সালে তিনি বর্ধমান পৌরসভার চেয়ারম্যান হয়েছিলেন। বর্ধমান পৌরসভার জন্য তিনি এমন কিছু আইন প্রণয়ন করেছিলেন যা খুবই সময়োপযোগী ছিলো। তিনি কলকাতার মহামেডান ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এত বড় একজন স্বাধীনতার সংগ্রামী বর্ধমান পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মৌলভী মোহাম্মদ ইয়াসিনের জন্য কোন পৌর বোর্ড কোনরকম কাজ করেনি। বর্ধমানে এই রকম অবজ্ঞা অবহেলা অনেক স্বাধীনতার সংগ্রামী ক্ষেত্রে লক্ষ্য করা গেছে। আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা পূর্ব বর্ধমানের রায়না ২ এর সুবলদা গ্রামে রাসবিহারী বসু জন্মগ্রহণ করেছিলেন। স্বাধীনতা আন্দোলনে যার অবদান অনস্বীকার্য কিন্তু খুবই দুঃখের এবং পরিতাপের বিষয় তার বাড়ি সংরক্ষণও করা হয়নি কোন মিউজিয়াম ও বানানো হয়নি। তার বসত ভিটেতে একটা পায়খানা ঘর ছাড়া কিছু নেই। যদিও বর্তমান রায়নার বিধায়িকা তথা পূর্ব বর্ধমানের সভাধিপতি শম্পা ধারা ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ একটি মিউজিয়াম বানাবার চেষ্টা করছেন। রাসবিহারী বসুর স্মৃতি ধরে রাখার চেষ্টা করবেন বলে জানালেন শম্পা ধাড়া। তবে মৌলভী ইয়াসিনের ক্ষেত্রে এত অবহেলা অবজ্ঞা অবহেলা কি সত্যিই প্রাপ্য ছিল। এখনই তাদের স্মৃতি সংরক্ষণ না করলে পরবর্তী প্রজন্ম একেবারেই ভুলে যাবে এইসব দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামী মনীষীদের কথা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct