মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক অরূপ চৌধুরী যিনি গাছমাস্টার নামে খ্যাত তৈরি করেন খন্ডবন । গোটা পূর্ব বর্ধমান জেলায় এই রকম খন্ডবন তৈরি করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই রকম খন্ডবন সৃজন উৎসব পালন করল খণ্ডঘোষের হুরিয়া পাবলিক হাই স্কুল। এই খন্ডবন সৃজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহাকুমা শাসক কৃষ্ণেন্দু মন্ডল ,খণ্ডঘোষ ব্লকের বিডিও সত্যজিৎ কুমার, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গাছ মাস্টার অরূপ চৌধুরী ,খণ্ডঘোষের স্কুল ইন্সপেক্টর সমীর রুদ্র, স্থানীয় উপপ্রধান সেখ জাহাঙ্গীর ,সাংবাদিক সফিকুল ইসলাম সহ অনেক বিশিষ্ট অতিথিরা। স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকেরা এসডিও এবং বিডিওসহ অন্যান্য অতিথিদেরকে বরণ করে খন্ডবনের উপকারিতা আলোচনা করেন। এসডিও কৃষ্ণেন্দু মন্ডল বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এই পৃথিবী শিশুদের বাসযোগ্য করার অঙ্গীকার নিয়ে আমাদেরকে বনসৃজন করতে হবে। আমরা এমন কাজ করছি যে কাঠুরেরা জঙ্গলে কাঠ কাটে আবার কখনো কখনো সেই গাছের তলায় তারা ছায়া খোজে । কাঠেরও প্রয়োজনীয়তা আছে কিন্তু তার বিকল্প হিসেবে অনেক গাছ লাগাতে হবে আমাদেরকে। গাজ মাস্টার অরুপ চৌধুরী বলেন আমরা আমাদের সন্তানদেরকে সবচেয়ে দামি মনে করি আর সেই সন্তানদেরকে আমরা স্কুলে পাঠাই আর গাছের সঙ্গে শিশুদের একটা সম্পর্ক আছে ।আমরা শিশুদের কে যদি গাছের উপকারিতা এবং প্রয়োজনীয়তা বোঝাতে পারি আমাদের সমাজ অনেক উপকৃত হবে ।স্কুলের প্রধান শিক্ষক রামকৃষ্ণ যশ সমগ্র অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করতে আন্তরিক প্রয়াস চালান ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct