আপনজন ডেস্ক: আমির খান অভিনীত 'লাল সিং চাড্ডা' মুভিটি নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। 'ধর্মীয় ভাবাবেগে আঘাত' করার অভিযোগে এই ছবিটি বয়কটের ডাক দেওয়া হচ্ছে সোশ্যাল সাইটে। এমন সময় আমির খানের পাশে দাঁড়ালেন তসলিমা নাসরিন। তিনি মনে করেন, কোনো মুভি নিষিদ্ধের পক্ষে হওয়া কারোর উচিত নয়। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তসলিমা লিখেছেন, 'আমি রাজনীতিটা বুঝতে পারি না। টুইটারে আমির খানের নতুন ছবির বয়কট স্লোগান চলছে। যেহেতু শিল্প সাহিত্যের ব্যান, সেন্সরশিপ, বয়কটে আমি বিশ্বাস করি না। তাই বলেছি এইসব স্লোগানের কারণে ছবিটা সম্পর্কে উৎসাহ জাগছে, ছবিটা দেখবো আমি। ' এর পাশাপাশি তিনি জানান, আমির খানকে সমর্থনের কারণে তিনি আক্রমণের শিকার হচ্ছেন। সে বিষয়ে এই বির্তকীত লেখিকা আরও বলেন, 'অমনি জঘন্য সব গালাগালি শুরু হয়ে গেল। আমাদের দেশ ছেড়ে চলে যা বিশ্বাসঘাতকিনী। ইত্যাদি।এইসব গালাগালি শুনলে মনে হয় আমি মুসলমানের দেশে আছি। যে দেশে জন্মেছি সে দেশে। এ সব দেখলে সত্যি মন খারাপ হয়ে যায়। ' উল্লেখ্য, হলিউড মুভি 'ফরেস্ট গাম্প' এর গল্প অবলম্বনে হিন্দিতে তৈরি হয়েছে 'লাল সিং চাড্ডা'।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct