রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, আপনজন: মুর্শিদাবাদের হরিহরপাড়ার ৪৬নং আলিনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনেই রয়েছে বড় পুকুর, বড় রাস্তা। স্কুল থেকে যে কনো সময় বেরিয়ে আসে ছাত্রছাত্রীরা। জার ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড়সড় কনো দুর্ঘটনা। তাই স্কুলের পাঁচিল তৈরির দাবিতে হরিহরপাড়ার আলিনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের তালাবন্দি করে বিক্ষোভ দেখান গ্রামবাসী ও অভিভাবকেরা। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে এই স্কুলের চারিপাশ পাচিল দিয়ে দেওয়া হোক। এছাড়াও অভিযোগ স্কুলের টিউবয়েল খারাপ, জল পাইনা বলে জানান স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন। প্রধান শিক্ষক সঞ্জয় বিশ্বাস বলেন স্কুলের পাশে পুকুরের মত যে খাদটি আছে সেটি ভরাট করার দাবি করছেন বিক্ষোভকারীরা। কিন্তু এই বিষয়টি সম্পূর্ন প্রশাসনিক ব্যাপার। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন থানার আই সি অমিত নন্দী, জয়েন্ট বিডিও আমশ তামাং, অবর বিদ্যালয় পরিদর্শক শর্মিষ্ঠা চক্রবর্তী।তারা আশ্বাস দিলে তালা খুলে দেয় গ্রামবাসীরা। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন অবর বিদ্যালয় পরিদর্শক শর্মিষ্ঠা চক্রবর্তী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct