অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের অন্তর্গত প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালিত হচ্ছে বিশ্ব মাতৃ স্তন্যপান সপ্তাহ। মায়ের দুধের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি প্রতিটি মা কে সচেতনতার বার্তা দেওয়া হয় প্রতিটি কেন্দ্রে। গত ১ আগস্ট থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। ৭ আগস্ট পর্যন্ত চলবে এই সচেতনতার প্রচার। জানা গিয়েছে, বংশীহারী সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন ২১০ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মায়েদের নিয়ে বিশেষ এই কর্মসূচি নেওয়া হয়েছে। সপ্তাহ ব্যাপী প্রতিটি কেন্দ্রে মায়েদের নিয়ে সভা, পাড়ায় পাড়ায় প্ল্যাকার্ড হাতে মিছিল সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। মায়েদের শিশুর জন্মের এক ঘন্টার মধ্যেই মাতৃদুগ্ধ খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়। শিশু জন্মের পরে মায়েদের প্রথম অবস্থায় গাঢ় হলুদ রঙের শালদুধ শিশুদের খাওয়ানো জরুরি। এছাড়াও মায়েদের শিশু জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত মায়ের স্তন্যপান করার পরামর্শ দেওয়া হয়। অন্যথায় মায়েদের কি সমস্যা হতে পারে তার সম্যক ধারণা দেওয়া হয়। ১ আগস্ট থেকে ৭ আগস্ট প্রতিবছর একশ কুড়িটিরও বেশি দেশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়। স্বাস্থ্যকর পৃথিবীর জন্য শিশুর কাছে মায়ের দুগ্ধ পালন খুব জরুরী। মায়েদের সচেতন করতে বংশীহারী ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা সপ্তাহব্যাপী লাগাতর কাজ করে চলেছেন। বংশীহারী প্রকল্প আধিকারিক মেঘনাথ মিস্ত্রি বলেন, ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত মাতৃ স্তন্যপান সপ্তাহ পালন করা হচ্ছে। প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা কাজ করে চলেছেন। স্বাস্থ্যকর পৃথিবীর জন্য শিশুর কাছে মায়ের দুগ্ধ পান খুব জরুরী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct