দেবাশীষ পাল, মালদা, আপনজন: বিদ্যালয়ের শৌচারাগার দীর্ঘদিন অপরিষ্কার থাকায় তার যেমন কোনও সুরুরাহা হচ্ছে না তেমনি স্কুলের পরিকাঠামো বৃদ্ধি না হওয়ায় বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। যদিও এ বাপারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর সামু হেমব্রম উচ্চ বিদ্যালয়ে। উল্লেখ্য, ওই বিদ্যালয়ের পরিকাঠামো ঠিক না থাকায় বৃহস্পতিবার বিদ্যালয়ের পঠন-পাঠন শুরু হওয়ার আগে ই হাতে প্লে কার্ড নিয়ে প্রধান শিক্ষকের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। জানা যায় তাদের দাবি বিদ্যালয়ের বাথরুম থেকে শুরু করে বিদ্যুৎ, পানীয় জলের ব্যবস্থা বেহাল অবস্থা ঠিক নেই স্কুলের ভেতরে মাঠ সহ মিড ডে মিলের বসে খাবার খাওয়ার জায়গা। নেই সাইকেল ঘর এমনটাই অভিযোগ ছাত্র ছাত্রীদের। এবিষয়ে প্রধান শিক্ষক অর্ণব কুমার সরকারকে প্রশ্ন করা হলে তিনি মুখ খুলতে নারাজ। কোন মন্তব্য করেননি প্রধান শিক্ষক। প্রায় পাঁচ ঘন্টার বেশি বিক্ষোভ প্রদর্শন করতে থাকে ছাত্রছাত্রীরা। তাদের দাবি, স্কুলের বাথরুম সপ্তাহে দুদিন পরিষ্কার করতে হবে। বর্তমানে একদিন পরিষ্কার করা হয়। সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানানো হয়। বিদ্যালয় উপযুক্ত আলো ও ফ্যানের ব্যবস্থা করতে হবে,সাইকেল ঘর সহ নানান দাবি দাওয়া সহ ছাত্রছাত্রীরা অভিযোগপত্র নিয়ে ওই বিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এ বিষয়ে ওই বিদ্যালয়ের এক ছাত্র ছাত্রী সহ স্কুল শিক্ষকদের দাবি, এই স্কুলে পরিকাঠামো ঠিক করা দরকার। কিন্তু প্রধান শিক্ষক কোন নজর না দেওয়া স্কুলের এই বেহাল দশা বলে তাদের অভিযোগ। তাদের দাবি অবলিস্বের এর সুরাহা করা দরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct