আপনজন ডেস্ক: চীন ঘোষণা দিয়েছে, তাইওয়ান সফরের জন্য মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি এবং তার পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক বিবৃতিতে বলেছেন, ন্যান্সি পেলোসি চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপ করেছেন। চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, এক-চীন নীতিকে গুরুতরভাবে পদদলিত করেছেন পেলোসি। তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতাকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলেছেন তিনি। চীন তাইওয়ানকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটা প্রদেশ হিসেবে দেখে এবং তারা চায় দ্বীপটি আবার বেইজিংয়ের নিয়ন্ত্রণে আসবে। তবে তাইওয়ান মনে করে তারা একটি স্বাধীন রাষ্ট্র। তাদের নিজস্ব সংবিধান রয়েছে এবং রয়েছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতৃবৃন্দ। ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে যাওয়ার নিন্দা করে চীন একে “চরম বিপজ্জনক” বলে আগেই আখ্যা দিয়েছে। ২৫ বছরের মধ্যে এই প্রথম শীর্ষস্থানীয় কোন মার্কিন রাজনীতিক দ্বীপটিতে গেলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct