আপনজন ডেস্ক: এবার পিএসজি যেন মাঝমাঠ শক্তিশালী করার পণ নিয়েই দলবদলের বাজারে নেমেছে। আর সে লক্ষ্যে একের পর এক পর্তুগিজ মিডফিল্ডার দলে ভেড়াচ্ছে তারা। বর্তমান যুগে কুশলী পর্তুগিজ খেলোয়াড়দের জোয়ার উঠেছে যেন। জাতীয় দলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অনেক সতীর্থই বড় বড় ক্লাবে নাম লেখাচ্ছেন নিয়মিত। বের্নার্দো সিলভা, রুবেন দিয়াস আর জোয়াও কানসেলো খেলছেন ম্যানচেস্টার সিটিতে, রোনাল্ডোর ক্লাব-সতীর্থ হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে আছেন ব্রুনো ফার্নান্দেজ ও দিওগো দালোত। লিভারপুলে আছেন দিওগো জোতা ও ফাবিও কারভালিও, আতলেতিকো মাতাচ্ছেন জোয়াও ফেলিক্স। সেড্রিক সোয়ারেসের পাশাপাশি খেলানোর জন্য এবার আর্সেনাল নিয়ে এসেছে ফাবিও ভিয়েরাকে। পিএসজিও কম যায় না। গত কয়েক মৌসুম ধরেই দলটায় খেলে যাচ্ছেন নুনো মেন্দেস, দানিলো পেরেইরার মতো পর্তুগিজ খেলোয়াড়েরা। এ মৌসুমে মাঝমাঠ শক্তিশালী করার জন্য সেই রোনাল্ডোর দেশের দিকেই নজর দিয়েছে মেসি-নেইমারদের দল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct