আপনজন ডেস্ক: আইসল্যান্ডের আগ্নেয়গিরি থেকে ঝর্ণার মতো নির্গত হচ্ছে গরম লাভা। আর তা দেখতে সেখানে জড়ো হয়েছেন অনেক পর্যটক। আইসল্যান্ডের আবহাওয়া দপ্তর (আইএমও) জানিয়েছে, রাজধানী রেইকজাভিকের কাছে গত বছর অগ্ন্যুৎপাত হওয়া একটি স্থানে বুধবার আবার অগ্ন্যুৎপাতের পর আইসল্যান্ডে মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। আইএমও জানিয়েছে, রাজধানী শহর থেকে ৩০ কিলোমিটার দূরে একটি জনবসতিহীন এলাকায় এই অগ্ন্যুৎপাত ঘটেছে। অগ্ন্যুৎপাত মাউন্ট ফ্যাগ্রাডালস ফজাল আগ্নেয়গিরির এলাকার কাছাকাছি ঘটেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct