সম্প্রীতি মোল্লা, কলকাতা, আপনজন: শুক্রবার দুপুরে কলকাতার ব্যাংকশাল আদালতে ইডির বিশেষ এজলাসে ১৪ দিনের জেল হেফাজত হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের। এদিন এজলাসে অর্পিতার আইনজীবী জানিয়েছেন -’ জেলেই থাকতে চান অর্পিতা মুখোপাধ্যায়।তবে অর্পিতাকে জেলে রাখা হোক প্রথম শ্রেণির কয়েদি হিসেবে’। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় কে এদিন ব্যাংকশাল আদালতে পেশ করা হয়।ইডি হেফাজত শেষে দু’জনেরই ১৪ দিনের জেল হেফাজতের আর্জি জানায় ইডি। এই আবেদনের পাল্টা পার্থ চট্টোপাধ্যায় এর জামিনের আবেদন করলেও অর্পিতার আইনজীবীরা জামিনের আর্জি জানাননি। এরফলে প্রশ্ন উঠেছে কেন জামিনের আর্জি জানাননি অর্পিতা? কেন জেলেই থাকতে চান তিনি? এই প্রশ্নের সদুত্তর মিলেনি।তবে ওয়াকিবহাল মহল মনে করছে - অর্পিতা জেলের বাইরে থাকলে প্রাণ সংশয় হতে পারে।প্রথম দিন আদালত থেকে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি।অর্পিতার আইনজীবী আদালতকে আরও দু’টি বিষয় জানিয়েছেন। এক, অর্পিতার জীবনযাপনের দিকে নজর রেখে যেন তাঁকে প্রথম শ্রেণির কয়েদি হিসেবে জেলে থাকতে দেওয়া হয়। দুই, অর্পিতার নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়। কেন না, তাঁকে প্রাণের ভয় আছে। এমনকি আদালত কে অর্পিতার আইনজীবীরা বলেছেন, অর্পিতাকে যেন খাবার বা জল দেওয়ার আগে পরীক্ষা করে নেওয়া হয়। কেউ যেন সেই খাবার মুখে দিয়ে দেখেন। কেন না তা থেকেও অর্পিতার প্রাণ সংশয়ের ভয় থাকতে পারে’। এই সব কারণের জন্যই অর্পিতাকে প্রথম শ্রেণির বন্দি হিসাবে জেল হেফাজতে রাখার আর্জি জানান তাঁর আইনজীবী। যদিও আদালত এই বিষয়ে এখনও অবধি কোন নির্দেশ জারি করেনি বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct