আপনজন ডেস্ক: বেকারত্ব, মূল্যবৃদ্ধি, পণ্য ও পরিষেবা কর ‘জিএসটি’সহ একাধিক ইস্যুতে শুক্রবার সকালে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মাঠে নামে প্রধান বিরোধী দল কংগ্রেস। রাজধানী দিল্লিসহ গোটা দেশজুড়ে আন্দোলনের ডাক দেওয়া হয়। কংগ্রেস সূত্রে খবর, দলীয় এমপিরা ‘রাষ্ট্রপতি ভবন চলো’ কর্মসূচিতে সংসদ ভবন থেকে যাত্রা শুরু করে নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সরকারি বাসভবনে পৌঁছবেন এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে যাবেন বলে কথা ছিল। কিন্তু প্রতিবাদ মিছিল বিজয় চক পৌঁছনোর আগেই রাহুল গান্ধি এবং অন্যদের আটক করে দিল্লি পুলিশ।
আজ রাজধানী দিল্লিতে একাধিক জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কংগ্রেস নেতা-কর্মীরা। আজ রাস্তায় বসে পড়ে প্রতিবাদে সোচ্চার হন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও। পরে তাকেও আটক করা হয়। কংগ্রেসের ওই কর্মসূচি রুখতে শুরু হয় পুলিশি তৎপরতা। এ সময়ে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। কংগ্রেসের দলীয় কর্মীদের অভিযোগ, তাদের টেনে হিঁচড়ে পুলিশ বাসে তুলেছে। ‘দেশে এখন আর গণতন্ত্র অবশিষ্ট নেই। একনায়কতন্ত্র চলছে’ বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct