সুব্রত রায়, কলকাতা, আপনজন: অবশেষে ৮ বছর পর কাটছে জট। উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নোটিশ দিল স্কুল সার্ভিস কমিশন। আদালতের নির্দেশ মেনে ১,১০০ চাকরিপ্রার্থীকে তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে। মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও ইন্টারভিউতে ডাক না পাওয়া ১,১০০ চাকরিপ্রার্থীর নিয়োগ সংক্রান্ত নোটিশ দিল এসএসসি। শুক্রবার বিকেলে নোটিশে বলা হয়েছে, মোট ১,১০০ চাকরিপ্রার্থীকে তাঁদের দরকারি নথিপত্র ‘আপলোড’ করতে হবে। ডকুমেন্ট জমা দেওয়ার সময় শুরু হচ্ছে ৫ আগস্ট, অর্থাৎ শুক্রবারই। জমা দেওয়ার শেষ তারিখ ১৩ আগস্ট। নোটিশে এ-ও বলা হয়েছে, শারীরশিক্ষা ও কর্মশিক্ষার শিক্ষক বাদে উচ্চ প্রাথমিকে মোট ১,১০০ শিক্ষক নিয়োগ করা হবে সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাই কোর্টের নির্দেশে মোট ১,১০০ চাকরিপ্রার্থীর নথি ‘আপলোড’-এর অনুমতি দেওয়া হচ্ছে। শুক্রবার রাত ১১টা ৫৯মিনিট থেকে নথি ‘আপলোড’ করা যাবে। সংশ্লিষ্ট সাইটের লিঙ্ক খোলার পর নির্দেশ অনুযায়ী, তথ্য আপলোড করতে হবে। সেই সঙ্গে মনে করিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৩ অগস্টই নথি জমা দেওয়ার শেষ দিন। ওই তারিখের মধ্যে নথি জমা না করলে আবেদনপত্র আর গ্রহণ করা হবে না। উল্লেখ্য, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। সেইসব অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে আইনি জটে আটকে ছিল নিয়োগ প্রক্রিয়া। গত বছর জুলাইয়ে উচ্চ প্রাথমিকের নিয়োগের উপর থেকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ তুলে নেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct