সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর, আপনজন: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি আনন্দপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন ও সৌজন্য সাক্ষাৎ করল। বৃহস্পতিবার তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আনন্দপুর চক্রের শিক্ষক নেতৃত্বগণ ডেপুটেশন ও সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন। মূলত আনন্দপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সমীপে আনন্দপুর চক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের দাবিসমূহ ছিল রোপা ২০১৯ নিয়ে। আগামী ১২ তারিখের মধ্যে এর মধ্যে প্রতিটি শিক্ষক/ শিক্ষিকাগনের হাতে তুলে দিতে হবে। সমস্ত প্রকার সার্ভিস বুক আপডেট করার কাজ আগামী ১৫ আগস্ট ২০২২এর মধ্যে সম্পূর্ণ করতে হবে। এদিনের সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন আনন্দপুর চক্রের কনভেনার বুদ্ধদেব দাস, শ্যামল হাজরা, মিহির বটব্যাল, সঞ্জয় পড়িয়া, আভাস ঘোষ, রাজকুমার মল্লিক, তারাশঙ্কর বেরা , দেবাশীষ পান, কাঞ্চন ঘোষ, অভিজিৎ সিনহা, সরফরাজ খান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আনন্দপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের নিকট আজকের এই সৌজন্য সাক্ষাৎ ও ডেপুটেশন বলে জানিয়েছেন আনন্দপুর চক্রের কনভেনর বুদ্ধদেব দাস ।তিনি আরো জানিয়েছেন, করনা মহামারী কারণে দীর্ঘ দু’বছর তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আনন্দপুর চক্রের সম্মেলন হয়নি । খুব শীঘ্রই সম্মেলন হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct