আপনজন ডেস্ক: কেন্দ্রীয় সরকার দেশের সংখ্যালঘু ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার জন্য কোনও ভরতুকি বা ঋণ দিচ্ছে না। উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমদেরে এক প্রশ্নে র উত্তরে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্মৃতি ইরানি। তৃণমুল সাংসদ সাজদা আহমেদ কেন্দ্রীয় সরকারের কাছে বেশ কয়েকটি বিষয়ে জানতে চেয়েছিলেন লিখিত প্রশ্নের মাধ্যমে। সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন স্মৃতি ইরানি। সাজদা আহমেদ জানতে চেয়েছিলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বৃত্তি প্রকল্পে ছাত্রছাত্রীদের বাবা মায়ের আয়ের মাপকাঠি নিয়ে কোনও সংশোধন আছে কিনা। দেশের মধ্যে উচ্চ শিক্ষার গ্রহণে এডুকেশন লোনের জন্য সুদে ভরতুকি আছে কিনা। ‘পড় পরদেশ’ প্রকল্পের আওতায় যে সমস্ত তহবিল বিতরণ করা হয়েছে, তার বিস্তারিত বিবরণ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের প্রযুক্তিগত শিক্ষা সম্পন্ন করার পর তাদের কোনও প্লেসমেন্ট হয়েছে কিনা তার বিবরণ।
সাংসদ সাজদা আহমেদের এই সব প্রশ্নের উত্তর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। স্মৃতি ইরানি জানিয়ে দিয়েছেন, দেশের মধ্যে যে সমস্ত সংখ্যালঘু উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য ঋণ নেবেন তাদের ক্ষেত্রে কোনও সরকারি ভরতুকির ব্যবস্থা নেই। যদিও তিনি ‘পড় পরদেশ’ প্রকল্পে সংখ্যালঘুদের জন্য ২০১৪-১৫ বর্ষ থেকে ২০২১-২ বর্ষের মধ্যে ৬১.৩৮ লক্ষা টাকা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছেলেমেয়েদের জন্য ঋণ দেওয়া হয়েছে সে কথা জানান। উল্লেখ্য, এই ‘পড় পরদেশ’ প্রকল্পটি ২০০৬ সালে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে শুরুর হয়েছিল। দেশের সংখ্যালঘু ছাত্রছাত্রী উচ্চশিক্ষা বা ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিদেশে পড়তে যাওয়ার জন্য ঋণ পেয়ে থাকেন এই প্রকল্পের আওতায়। সেই তালিকায় পশ্চিমবঙ্গকে মাত্র ৬১.৩৮ লক্ষ টাকা দেওয়া হয়েছে। সবচেয়ে অবাক বিষয় হল, দেশের মধ্যে সংখ্যালঘু ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য নেওয়া ঋণে কোনও ভরতুকি না পাওয়ার কথা জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct