মঞ্জুর মোল্লা, নদিয়া, আপনজন: স্কুলে যাতায়াতের রাস্তা বেহাল অবস্থা স্কুলের পোশাক পরে ছাত্র-ছাত্রীরা স্কুলে যাওয়ার সময় রাস্তার জলে নোংরা হয়ে যাচ্ছে পোশাক। নদীয়া জেলার চাপড়া থানার বড় আন্দুলিয়া এলাকায় পাশাপাশি দুটি এই অঞ্চলের বড় হাইস্কুল বড় আন্দুলিয়া হাই স্কুল বড় আন্দুলিয়া বালিকা বিদ্যালয় নিকেত চাপরা ব্লকের হাতিশালা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামের অধিকাংশ ছেলে মেয়েরাই ওই স্কুলে যাতায়াত করার একমাত্র রাস্তা বৃষ্টির জলে জলমগ্ন দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা। নাজেহাল এলাকার দোকানদাররা গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় ছিটকিয়ে যাচ্ছে দোকানের ভিতরে নোংরা জল। বড় আনদুলিয়া বাস স্ট্যান্ড থেকে নতুনগ্রাম হাতিশালা মহেশ নগর সহ একাধিক গ্রাম থেকে গর্ভবতী মহিলারা অসুস্থ অবস্থায় এই রাস্তা দিয়েই যাতায়াত করেন চাপড়া গ্রামীণ হাসপাতালে। স্থানীয় এক দোকানদার শাহিদুল রহমান মন্ডল জানান, একাধিকবার জানিয়েও গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে নানা জনপ্রতিনিধি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। হাইস্কুলের ছাত্র সুমন মন্ডল প্রায় তিন কিলোমিটার পাড়ি দিয়ে সাইকেল নিয়ে স্কুলে আসে। একাধিকাবার স্কুলের ইউনিফর্ম নোংরা হয়ে গেছে। বড় আন্দুলিয়া বালিকা বিদ্যালয় নিকেতনের এক ছাত্রী সোনিয়া খাতুন জানায়, আমরা বাড়িতে থেকে ভালো করে পোশাক আশাক করে আসি স্কুলে যাওয়ার পথে রাস্তার নোংরা জলে পোশাকে দাগ লেগে যায়। স্থানীয় তৃণমূল নেতা ফিরোজ শেখ জানাই বিষয়টা আমরা সবাইকে জানিয়েছি। এখনো পর্যন্ত কোনো সোহারা হয়নি। আমরা চাচ্ছি দ্রুত যাতে রাস্তাটা মেরামত করা হয় তার আবেদন রাখছি পঞ্চায়েত প্রধান সহ সবার কাছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct