নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: বুধবার সকালে দিল্লিতে ঘটে গেল এক অঘটন । রীতিমতো হেনস্ত পশ্চিমবঙ্গ সিআইডি টিম। তদন্তে গিয়ে দিল্লি পুলিশের হাতে ‘আটক’ পশ্চিমবঙ্গের সিআইডির চার আধিকারিক। তাঁদের মধ্যে রয়েছেন এক জন ইনস্পেক্টর, দু’জন এসআই এবং এক জন এএসআই। সিইআইডির এই চার তদন্তকারীকে দিল্লিতে সাউথ ক্যাম্পাস থানায় আটক করা হয়েছে। ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের কাছ থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় তদন্ত চালাচ্ছে সিআইডি। সেই তদন্ত করতে গিয়ে দিল্লির সাউথ ক্যাম্পাস থানা এলাকায় সিদ্ধার্থ মজুমদার নামে এক ব্যবসায়ীর খোঁজ পান তারা। বুধবার সকালে দিল্লির সাউথ ক্যাম্পাস থানা এলাকায় পৌঁছয় সিআইডির চার জনের ওই তদন্তকারী দল। সিআইডির তরফে দাবি করা হয়েছে, সমস্ত প্রোটোকল মেনে সেই মতো সাউথ ক্যাম্পাস থানাকে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার সিআইডির দলটি সিদ্ধার্থর বাড়িতে তল্লাশি অভিযানে গেলে সাউথ ক্যাম্পাস থানার পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে দিল্লি পুলিশ। এর পরই সিআইডির ওই চার আধিকারিককে সাউথ ক্যাম্পাস থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়। সিআইডির তরফে দাবি করা হয়েছিল যে, হাওড়ার পাঁচলা এলাকায় বিধায়কদের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় অন্যতম অভিযুক্ত এই সিদ্ধার্থ। তাই তদন্তের স্বার্থেই সব রকম অনুমতি এবং ব্যবস্থা নিয়েই দিল্লি রওনা দিয়েছিলেন চার তদন্তকারী আধিকারিক। অভিযোগ, তদন্তে বাধা দিচ্ছে দিল্লি পুলিশ। একে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে দিল্লি পুলিশের বাগবিতণ্ডা চরমে উঠেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct