মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: দক্ষিণ দামোদরের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব রাজ্য তথা দেশকে গর্বিত করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম প্রদীপ মজুমদার। দক্ষিণ দামোদরের গর্বের মানুষ হিসাবে দুই বর্ধমানে পরিচিত। পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরের রায়না -২ এর কামারহাটির তিনি ভূমিপুত্র আর পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্বের বিধায়ক । তিনি রাজ্যের কৃষি মৎস্য প্রাণিসম্পদ উদ্যান পালন উপদেষ্টা হিসাবে কাজ করছিলেন। কৃষি উপদেষ্টার দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে গোটা রাজ্যে কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন আনেন। তিনিই প্রথম প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার জন্য চাষীদের ফসলের বীমা করার প্রয়োজনীয়তা অনুভব করে রাজ্যের সমস্ত চাষীদের কে বীমা অন্তর্ভুক্ত করনের চেষ্টা করেন এবং এই কাজে অনেক ক্ষেত্রে সফল হন । বর্তমানে তিনি দুর্গাপুর পূর্বের বিধায়ক । মুখ্যমন্ত্রীর খুবই ঘনিষ্ঠ হিসাবে তিনি সুপরিচিত ।এই রকম একজন ব্যক্তি রাজ্য মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দক্ষিণ দামোদর জেলা তথা রাজ্যের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে । নির্বিবাদী প্রদীপ মজুমদার বলেন মুখ্যমন্ত্রী তাকে যে কাজে ব্যবহার করবেন তিনি সে কাজ করতেই প্রস্তুত। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর একজন অনুগত সৈনিক হিসাবে আগামী দিনেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হাতকে শক্ত করতে এবং রাজ্যকে আগে নিয়ে যেতে প্রাণপণ চেষ্টা করে যাবেন। পঞ্চায়েত দপ্তরের পূর্ণ মন্ত্রী হিসাবে রাজ্যের রাজ্যপাল শপথ বাক্য পাঠ করান ।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ একাধিক মন্ত্রীরা । প্রদীপ মজুমদারের সঙ্গে আরো আটজন মন্ত্রিত্বের শপথ নেন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct