সুব্রত রায়, কলকাতা, আপনজন: রাজ্য পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলতে একগুচ্ছ পরিকল্পনা নিল রাজ্য পরিবহণ দফতর। বুধবার রাজ্য পরিবহণ দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম সেই পরিকল্পনার কথা ঘোষণা করার কয়েক ঘণ্টা পরেই তার হাত থেকে কেড়ে নেওয়া হল পরিবহণ দফতর। যদিও মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন পরিবহণ পরিকল্পনার কথা জানাতে গিয়ে বারবার তার বক্তব্যে বলতে থাকেন ‘আমি থাকি আর না থাকি মানুষের স্বার্থে আমার এবং আমার ডিপার্টমেন্টের এই উদ্যোগ আগামী দিনে রাজ্য পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করতে সক্ষম হবে।’ তখনও রাজ্য মন্ত্রিসভা থেকে পরিবহণ দফতর সরানো হয়নি। হয়তো তিনি আগেই বুঝে গেছিলেন যে তার হাতে আর পরিবহণ দফতর থাকছে না।
ফিরহাদ হাকিম এদিন রাজ পরিবহণের একগুচ্ছ পরিকল্পনা নিয়ে জানান, রাজ্য পরিবহণ ব্যবস্থাকে এক ছাতার তলায় রেখে যাত্রীদের সুবিধার্থে- ইউনিফাইড স্মার্ট কার্ড এর ব্যবস্থা শুরু করা হবে। এর মাধ্যমে প্রিপেড স্মার্টকার্ড যাত্রীদের হাতে তুলে দেওয়া হবে। এই প্রিপেইড স্মার্ট কার্ড থাকলে রাজ্য পরিবহন দফতরের সব কটি সার্ভিসের ক্ষেত্রে এই একটি স্মার্ট কার্ডের মাধ্যমেই ভাড়া প্রদান করা যাবে। WBTC, SBSTC, WBSTC, NBSTC, এর সব কটিতেই একটিমাত্র প্রিপেইড স্মার্টকার্ড থাকলে ভাড়া প্রদান করতে পারবেন যাত্রীরা। মেট্রো রেলের সঙ্গেও রাজ্য পরিবহন নিগমের কথাবার্তা চলছে। যাতে করে আগামী দিনে ওয়ান ম্যান ওয়ান কার্ড হিসাবে একটি পূর্ণাঙ্গ কার্ড যাত্রীদের হাতে তুলে দেওয়া যায়। যার মাধ্যমে একটি কার্ডেই মেট্রোরেল থেকে শুরু করে রাজ্য পরিবহণ নিগমের সব কটি বিভাগে এমনকি ভারতীয় রেলেও টিকিট কাটার সময় এটি ব্যবহার করা যায় সে বিষয়টি নিয়েও কথাবার্তা চালানো হচ্ছে বলে এদিন জানান ফিরহাদ। তিনি বলেন, প্রতিটি সরকারি বাসে ট্রামে ও লঞ্চে সিসিটিভি সারভিলেন্সের ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে। প্রাইভেট বাস ওনাররা যারা আগামীদিনে ব্যাটারি চালিত বাস রাস্তায় নামাতে চান তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রেজিস্ট্রেশন ফি মুকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিরহাদ হাকিম আরও বলেন, বিগত প্রায় দেড় বছরে রাজ্য পরিবহন দফতর আড়াই হাজার কোটি টাকা রাজস্ব আয় বাড়াতে সক্ষম হয়েছে। কলকাতায় মোট ১১৮০টি ব্যাটারি অপারেটর বাস নিয়ে আসা হবে। এর মধ্যে ৫০০টি এসি এবং ৬৮০ টি নন এসি বাস আনা হচ্ছে। টাটা কোম্পানি এই বাস গুলি প্রথম পর্যায়ে কনভারজেন্স এনার্জি সার্ভিস লিমিটেড এর মাধ্যমে রাজ্য পরিবহণ নিগমের হাতে তুলে দেবে। তিনি পরিবহন নিগমের বিভিন্ন উদ্যোগের বিষয়গুলিকে তুলে ধরেও বলেন, আমি যা যা উন্নয়নমূলক কাজের তালিকা তৈরি করে দিয়ে গেলাম, তা আগামী দিনে রাজ্য পরিবহণ ব্যবস্থাকে উন্নত করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct