সুব্রত রায়, কলকাতা, আপনজন: দেশে একধাক্কায় বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ হাজারের বেশি। মঙ্গলবারের পরে আবারও অস্বস্তিতে পড়েছেন আমজনতা। তবে, মন্দের ভালো স্বস্তি দিচ্ছে অ্যাকটিভ কেস। এর মাঝে মাথাচাড়া দিচ্ছে মাঙ্কিপক্স। অর্থাৎ, উভয় সংকটে পড়েছেন বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষ। এদিকে, বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৭,১৩৫ জন। মঙ্গলবার যেখানে সংখ্যাটা ছিল ১৪ হাজারের নিচে। ফলে দেশের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৪০ লক্ষ ৬৭ হাজার ১৪৪ জন। একদিকে, সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় স্বস্তি দিচ্ছে অ্যাকটিভ কেস। পরিসংখ্যান অনুযায়ী, দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ৩৭ হাজার ৫৭ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.৩১ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় বলি হয়েছেন ৪৭ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৪৭৭। তবে এখনও পর্যন্ত, বেশ কয়েকটি রাজ্যে করোনা গ্রাফ উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় যেমন মহারাষ্ট্রে করোনা সংক্রমিত ১৮৮৬ জন। যার মধ্যে শুধু মুম্বইতেই আক্রান্ত ৩২৯। চিন্তায় ফেলেছে কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যান। নতুন করে সংক্রমণ বেড়েছে রাজধানী দিল্লিতেও। একদিনে ১৫০০-র বেশি দিল্লিবাসী করোনার করাল থাবায় জর্জরিত। তাঁদের মধ্যে ৩ জন করোনায় প্রাণ হারিয়েছেন।এতকিছুর পরেও কোভিডের সঙ্গে অদম্য লড়াই চালিয়ে যাচ্ছেন কোভিড যোদ্ধারা। রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৪ লক্ষ ৩ হাজার ৬১০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৪৯ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় ২০৫ কোটি মানুষকে। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন প্রায় সাড়ে ২৩ লক্ষ। ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ বিনামূল্যে দেওয়াতে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে বলেই সূত্রের খবর। টিকাকরণের পাশাপাশি করোনা প্রতিরোধ করতে উদ্যোগ নেওয়া হয়েছে টেস্টিংয়ের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct