সুব্রত রায়, কলকাতা, আপনজন: সকাল থেকেই বোলপুরের পার্থ অর্পিতার যোথ সম্পত্তিতে ইডির হানা শুরু হয়েছে।। তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা তাঁদের বাগান বাড়িতে। বাগানের মাটি খুঁড়ে চলছে টকা খোঁজার চেষ্টা। দুরকমের মাটি পাওয়া গিয়েছে বাগানে। এখন প্রশ্ন উঠছে, ইডির পৌঁছনোর আগেই কি সেখানে চলেছে খোঁড়াখুঁড়ি? সেখানেও কি রয়েছে টাকা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই জোর কদমে তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন একাধিক আধিকারিক। মোতায়েন করা হয়েছে সিআরপিএফ জওয়ান। খোঁড়াখুঁড়ির সামগ্রী হাতে নিয়ে চলছে বাগান খননের কাজ। মজুত রয়েছে শাবল ও খোঁড়াখুঁড়ির সামগ্রী। খনন চালিয়ে দেখা গিয়েছে দুরকমের মাটি পাওয়া গিয়েছে ওই বাগানে। বাড়ির ভিতরে ঢুকেই বেশ কিছু কাগজপত্র উদ্ধার করেছে ইডি। ঘরের ওয়াড্রব থেকে উদ্ধার হয়েছে নথি। পাশাপাশি বাড়ির কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করেছে আধিকারিকরা। কে বেতন দিতেন? এই প্রশ্নের উত্তরে কেয়ারটেকার জানিয়েছেন, একজন মহিলা বেতন দিতেন।বাগানে দুধরনের মাটি লক্ষ করেছেন আধিকারিকরা। বাগানে রয়েছে দুধরনের মাটি। একটি নরম মাটি ও একটি শক্ত মাটি। এখন ইডি আধিকারিকদের প্রশ্ন একটাই, এই কড়া রোদের মধ্যে কি করে নরম মাটি মিলল এখানে? সন্দেহ বাড়ছে এই নিয়ে। নরম মাটি দিয়ে কি তবে কিছু চাপা দেওয়র চেষ্টা চালানো হচ্ছিল? ৬ ঘন্টা ধরে চলছে এই তল্লাশি। আগামীতে কি উদ্ধার হয় এখান থেকে তাঁর দিকেই তাকিয়ে আধিকারিকরা। বাড়ির সামনে জড়ো হয়েছে উৎসুক মানুষের ভীড়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct