সাদ্দাম হোসেন মিদ্দে ও কুতুবউদ্দিন মোল্লা, ক্যানিং, আপনজন: প্রথম বারের জন্য আইএফএ -র কোন ফুটবল ম্যাচ আয়োজনের সাক্ষী হল সুন্দরবনের মাতলা পাড়ের ক্যানিং স্টেডিয়াম। বুধবার কলকাতা লিগের ২০২২ প্রিমিয়ার ডিভিশন গ্রুফ এ-র ম্যাচে মুখোমুখি হয় বিএসএস বনাম সাদার্ন সমিতি। ২-১ ব্যবধানে এদিন বিএসএস জয়লাভ করে। এদিন বিকাল ৩ টায় ম্যাচ শুরু হয়। ম্যাচের প্রথমার্ধে ৮ মিনিটে গোল দিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বিএসএস। তারপর তুমুল বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতেও কিছুক্ষণ খেলা চালিয়ে যান রেফারিরা। বৃষ্টির পরিমাণ ক্রমশ বৃদ্ধি ও মাঠে জল জমে যাওয়ার কারণে এক পর্যায়ে খেলা বন্ধ হয়ে যায়। পুনরায় খেলা শুরু হলে দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে গোল দিয়ে খেলায় সমতা ফেরায় সাদার্ন সমিতি। পাল্টা আক্রমণে যেতে সময় নেইনি বিএসএস। খেলার ৫৬ মিনিটে দ্বিতীয় গোল করে তারা।
এদিন খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এদিন উপস্থিত ছিলেন স্থানীয় তথা ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস ও ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন আইএফএ- কর্তা ও প্রশাসনের আধিকারিকরা। তবে, এদিনের ম্যাচকে ঘিরে ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স চত্বরে যথেষ্ট আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয় পুলিশের পক্ষ থেকে। এদিনের ম্যাচে কোনো প্রবেশ মূল্য ছিল না। তাই দর্শক সংখ্যা বেশি হওয়া আশা ছিল। যদিও বৃষ্টি উপেক্ষা করেও ম্যাচ ঘিরে যথেষ্ট উৎসাহ চোখে পড়ে ফুটবল প্রেমীদের মধ্যে। ‘সুন্দরবনের প্রবেশদ্বার’ খ্যাত মাতলা নদীর পাড়ে পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে চলতি মাসের ৫ তারিখে। মুখোমুখি হবে টালিগঞ্জ অগ্রগামী ও ক্যালকাটা কাস্টমস। ম্যাচটি বিকাল ৩ টায় শুরু হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct