বাবলু প্রামানিক, দক্ষিন ২৪ পরগনা, আপনজন: রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ থাকে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তার উপর ধান চাষ করে প্রতিবাদ জানালেন এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা বিধানসভার উত্তরাবাদ হালিশহর এলাকায় । পাথরপ্রতিমার দক্ষিণ গঙ্গাধরপুরের গ্রাম পঞ্চায়েতের হালিশহর গ্রামের রাস্তাঘাটের বেহাল অবস্থা থাকায় ক্ষুব্ধ গ্রামের মানুষ। প্রতিবাদে রাস্তার মধ্যে ধান গাছ পুঁথে বিক্ষোভ প্রতিবাদ দেখান গ্রামবাসীরা। রোড থেকে এক কিলোমিটার এর বেশি রাস্তা মাঠের সঙ্গে সমান হয়ে আছে। ওই এলাকায় প্রায় পঞ্চাশটি পরিবারের বাস।গত কয়েকদিন আগে কিছুটা জায়গা সামান্য মাটি ফেললেও গত ১৫ বছরে সম্পুন্ন জায়গায় মাটি কোনদিন পড়েনি। ভোটের সময় এসে বহু প্রতিশ্রুতির বন্যা, ভোটের পর দেখা মেলে না নেতাদের। এই এলাকার মানুষের ক্ষোভ থামাতে কয়েক-ঝরা মাটি ফেলেছিল ঠিকাদার। অজ্ঞাত কারণে মাটি পড়া বন্ধ হয়ে যায়। এক পসলা বৃষ্টি হলে হাঁটু পর্যন্ত জল দাঁড়ায় রাস্তার উপর। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। মহিলারা পারেনা জল আনতে যেতে। একেবারে চলাচল বন্ধ হয়ে গেছে অটো কিংবা টোটো। গর্ভবতী মায়েদের প্রসবের যন্ত্রণা উঠায় রাস্তার উপর প্রসব হয়ে গিয়েছে এমনই নজির আছে। জল দিয়ে পার হওয়ার সময় কয়েকটি বয়স্ক মহিলার পা গর্তে আটকে গিয়ে পায়ে আঘাত লেগে অসুস্থ হয়ে পড়েন। ভারী বর্ষার সময় অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা দের ডাক্তার দেখাতে এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের দোলায় করে পারের ব্যবস্থা করে রেখেছে স্থানীয় মানুষ ও অভিভাবক অভিভাবীকারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct