সম্প্রীতি মোল্লা, কলকাতা, আপনজন: দিন পনেরো সময়কালের জন্য কলকাতা হাইকোর্ট থেকে উত্তরবঙ্গের সার্কিট বেঞ্চে মামলার বিচারপর্ব করতে গেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।গত ১ লা আগস্ট অর্থাৎ সোমবার থেকে তিনি এই দায়িত্বে রয়েছেন। গত সোমবার অন্য মুডে পাওয়া গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবীদের মধ্যে আলাপচারিতায় ছিলেন বিচারপতি । সেখানে আইনি বিভিন্ন বিষয়ে পরামর্শ দিলেন তিনি। আর তা কান পেতে শুনলেন উপস্থিত আইনজীবীরা। গত ১ অগস্ট সোমবার থেকে জলপাইগুড়িতে ফের চালু হয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এবারের সার্কিট বেঞ্চের গুরুত্বই আলাদা সেখানকার আইনজীবীদের কাছে। কারণ, এবার সেখানে অন্যান্য বিচারপতিদের সঙ্গে থাকছেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ও। গত রবিবার বিচারপতি জলপাইগুড়ি এসে পৌঁছন। গত সোমবার সার্কিট বেঞ্চের শুনানি শেষ করে তিনি চলে আসেন জলপাইগুড়ি জেলা আদালতে। সেখান থেকে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের অফিসে যান। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বার অ্যাসোসিয়েশনের তরফে সংবর্ধনা দেওয়া হয় ওইদিন। এরপরই নানা বিষয়ে আইনজীবীদের পরামর্শ দেন তিনি।জুনিয়র আইনজীবীদের এগিয়ে দিতে বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ, “যেমন কে রিট করতে পারে, কার বিরুদ্ধে রিট হয়। জুরিসডিকশনটা কী। এইগুলো সব আদালতেই চলে। সাহস করে যাতে হাইকোর্টে আরও করতে পারেন, সেগুলো আপনারা শিখিয়ে দিতে পারবেন। আমি একজনকে যেমন বললাম, সিনিয়র জুনিয়র শুনব না। তোমাকেই বলতে হবে। একটা নোট লিখে নিয়ে গিয়েছিলেন। আমি বললাম এতে হবে না, তুমি যা জান, তা তোমাকে কনফিডেন্টলি বলতে হবে। খুব ভাল বলেছে। আমি খুব আনন্দিত হয়েছি। ও তৈরিই ছিল, শুধু আত্মবিশ্বাসটা ছিল না। এটাই জুগিয়ে দিতে হবে।” উত্তরবঙ্গের সার্কিট বেঞ্চে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপুল রায় বলেন, “আমাদের সঙ্গে অনেকক্ষণ বসলেন বিচারপতি। আমরা সমস্ত আইনজীবীরা ছিলাম। উনি আমাদের কিছু টিপস দিলেন। ওনার এই পরামর্শ পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের বার অ্যাসোসিয়েশনে প্রায় আধ ঘণ্টা ছিলেন। তারপর কোর্ট চত্বরে যান। ওনার কথাগুলোয় আমাদের সকলের, বিশেষ করে জুনিয়র আইনজীবী যাঁরা আছেন, খুবই উপকৃত হবেন।” এখন দেখার কলকাতা হাইকোর্টে যেভাবে নজিরবিহীন নির্দেশ জারির ট্রাডিশন অব্যাহত রেখেছেন এই বিচারপতি ।তা সার্কিট বেঞ্চে কতটা প্রতিফলন ঘটে? কেননা তিনি সাধারণ বিচারপ্রার্থীদের কাছে 'দেবদূত' হিসাবে পরিচিত রয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct