সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বীরভূম জেলার সদর শহর সিউড়ি ব্যস্ত রাস্তা দিয়ে গন্তব্যের দিকে অবিরাম ছুটে চলেছে সাইকেল, মোটরবাইক, অ্যাম্বুল্যান্স, বাস-ট্রাক, অটো টোটো সহ বিভিন্ন যানবাহন।সিউড়ির হাটজনবাজার তথা রেল লাইনের উপর উড়ালপুলের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের।উড়ালপুলের অনুমোদন পায়,কাজ শুরু হলেও দীর্ঘ চার বছরের ও বেশি সময় ধরে চলছে রাস্তার ওপর থাকা রেল ওভার ব্রিজ নির্মাণের কাজ। এই দীর্ঘ সময় ধরে এই কাজ চললেও এখনো তা সম্পূর্ণ হয়নি।রেল ওভার ব্রিজ নির্মাণের কাজ এখনো শেষ না হওয়ায় সাধারণ মানুষদের ভোগান্তি আরও বেড়েছে। প্রতিনিয়ত তৈরি হচ্ছে যানজট, ভোগান্তি দুর্ঘটনা,পাশাপাশি অর্ধনির্মিত অবস্থায় এই রেল ওভারব্রিজ পড়ে থাকার কারণে রাস্তার অবস্থা দিন দিন খারাপ হয়ে পড়েছে। এমত অবস্থায় প্রশ্ন, কবে ফের শুরু হবে এই রেল ওভার ব্রিজ নির্মাণের কাজ ও তা কবে সম্পূর্ণ হবে? রেল যাত্রীদের সুবিধার্থে স্টেশনের পথ সম্প্রসারণ করা, রেলস্টেশনে অটো টোটো ঢোকার অনুমতি দেওয়া ও রেলস্টেশনের সৌন্দর্যায়ন বৃদ্ধি ইত্যাদির দাবি নিয়ে তৃনমূল কংগ্রেস সোমবার সিউড়িতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল।এদিন সিউড়ি বিধানসভার বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরীর নেতৃত্বে শুরু হয় অবস্থান বিক্ষোভ কর্মসূচি।উড়ালপুলের কাজ দ্রুত শেষ করার দাবি তোলেন তারা অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct