নিজস্ব প্রতিবেদক, বহরমপুর, আপনজন: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীসভার সভা করার পর ঘোষণা করেছেন জনগণের কাজের এবং প্রশাসনিক সুবিধার জন্য রাজ্যে নতুন সাতটি জেলা গঠন করা হবে। এই সাতটি জেলার মধ্যে রয়েছে বহরমপুর , জঙ্গীপুর বা কান্দি। অর্থাৎ মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলাকে বিভক্ত করে তিনটি জেলা করছেন। আগেই তিনি জেলাকে দুটি পুলিশ -জেলাতে ভাগ করেছেন। তখন মুর্শিদাবাদ জেলাবাসী মুখ্যমন্ত্রীর এই কাজকে স্বাগত জানিয়েছিলেন। দাবি জানিয়েছিলেন জেলাকে প্রশাসনিক ভাবেও ভাগ করতে হবে। এসডিপিআই মুখ্যমন্ত্রীর এই কাজকে সমর্থন ও সাধুবাদ জানিয়ে তখন থেকেই জোরালো ভাবে দাবি তুলে আসছে জেলাকে প্রশাসনিক ভাবে দু জেলায় ভাগ করতে হবে। তা-ই মুখ্যমন্ত্রীর জেলা ভাগের পদক্ষেপকে স্বাগত জানিযে এক প্রেস বিবৃতি দিয়ে নামে আপত্তি জানিয়ে এসডিপিআই-এর সহ-সভাপতি স্বপন কুমার বিশ্বাস বলেছেন, জেলাবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct