রঙ্গিলা খাতুন, লালবাগ, মুর্শিদাবাদ, আপনজন: করোনা মহামারীর জন্য বন্ধ ছিল মুর্শিদাবাদের গুরুত্বপূর্ণ উৎসব মহরম। এ বছর পরিস্থিতিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। ফলে এ বছর মহরম উৎসব আগেই প্রস্তুতি শুরুতেই পর্যটনদের ভিড় শুরু। আরবি বছরের প্রথম মাস মহরম। এই মহরম মাসের ১০ তারিখে হয়ে থাকে মহরম উৎসব। সেই মহরম উৎসবকে সামনে রেখে প্রতি বছর এশিয়ার সর্ববৃহৎ মুর্শিদাবাদের নিজামত ইমামবাড়ার সামনে অর্থাৎ হাজারদুয়ারির সামনের ফাঁকা মাঠে প্রতি বছর মহরমের মেলা বসে। এই মেলা মূলত মহরম মাসের ৬ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত চলে। তবে করোনার মহামারীর কারণে গত দুই বছর কোনো মেলা হয়নি এবং ইমামবাড়ার ভেতরেও কিন্তু বহু বিধি-নিষেধের মধ্য দিয়ে মহরম উৎসব পালন করা হয়েছিল।
দীর্ঘ দুই বছর পর আবারও মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী হাজারদুয়ারীর সামনে মহরমের মেলা অনুষ্ঠিত হতে চলেছে। এই মেলা হওয়াতে খুশি মুর্শিদাবাদের ছোটে নবাব সৈয়দ রেজা আলী মির্জা, এলাকার সাধারণ মানুষ, বাইরের পর্যটক তথা মুর্শিদাবাদ বাসি সবাই। মুর্শিদাবাদের সেই ঐতিহ্যবাহী মহরমের মেলা আবারো হবে এই বছর অর্থাৎ ২০২২ সালের ৫ই আগস্ট থেকে ১০ই আগস্ট পর্যন্ত, খুশি সাধারণ মানুষ থেকে পর্যটক সকলেই। মুর্শিদাবাদের ছোটে নবাব সৈয়দ রেজা আলী মির্জা জানান “গত দু’বছর করোনার কারণে আমরা ভালোভাবে মহরম পালন করতে পারিনি তবুও প্রশাসনের সাহায্যে আমরা ছোট্ট করে হলেও পালন করেছি। তবে এবার আমরা আবার আগের মতো মেলা দেখতে পাবো। আবারো দুই বছর পর করোনার মহামারী কাটিয়ে আমরা মহরমের মেলা করতে চলেছি, এতে আমি ভীষণ খুশি।”তিনি আরও জানান “যারা মেলাতে দোকান বসাবে তাদের আধার কার্ড সহ ডকুমেন্ট নেওয়া হচ্ছে কারণ সেখানেই রয়েছে ঐতিহাসিক হাজারদুয়ারি। মেলাতে ছোট বড় মিলিয়ে প্রায় দুশোর উপর স্টল বসে।”সাধারণ মানুষের জন্য ছোট নবাব সৈয়দ রেজা আলী মির্জার বার্তা, “আপনারা আসুন মেলাতে ঘুরুন এখানে কোনরকম হইহুল্লোড় করবেন না কারণ এটি শোকের উৎসব, কোনরকমের বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না।”বছরে শুধুমাত্র দশ দিন খোলা থাকে ইমামবাড়ার দরজা, মহরম মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত এবং এই সময়তেই হয় মহরমের মেলা। পর্যটকেরা যদি ইমামবাড়ার ভেতরের জিনিসগুলো দেখতে চাই, তবে তাদের আসতে হবে ৩১শে জুলাই থেকে ৯ই আগস্ট এর মধ্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct