সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরকে নতুন জেলা হিসেবে ঘোষণা করেছেন সোমবার অর্থাৎ বাঁকুড়া জেলাকে দুটি ভাগে বিভক্ত করা হলো । একটি বাঁকুড়া জেলা অপরটি বিষ্ণুপুর জেলা । বিষ্ণুপুরকে নতুন জেলা হিসেবে পেয়ে খুশির হওয়া সাধারণ মানুষ সহ তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। বিষ্ণুপুরে তৃণমূল কর্মী সমর্থকরা ইতিমধ্যেই আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন । দলীয় কর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানালেন তারা ।পাশাপাশি সাধারণ মানুষদেরও মিষ্টিমুখ করান তৃণমূল কর্মীরা । মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় কেননা আলাদা জেলা হলে প্রশাসনিক কাজ অনেকটাই সহজ হবে । ফলে ভীষণ উপকৃত হবেন সাধারণ মানুষ । শেখ আতাউর রহমান নামে এক তৃণমূল কর্মী জানান , মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এর ফলে সাধারণ মানুষ ভীষণ উপকৃত হবেন । মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই। এ বিষয়ে ইন্দাস ব্লকের সাধারণ মানুষেরা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান , এতদিন পর্যন্ত বাঁকুড়ায় প্রশাসনিক কাজকর্ম করতে প্রায় ৯০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে যেতে হতো এখন সেই সমস্যার সমাধান হলো । মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct