সুব্রত রায়, কলকাতা, আপনজন: সোমবারই নবান্ন সভাঘর থেকে সাংগঠনিক রদবদলের তালিকা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকা প্রকাশে দেখা যাচ্ছে, বেশির ভাগ ক্ষেত্রেই জেলা সভাপতি ও চেয়ারম্যান বদল করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তবে এই রদবদলের মধ্যেই পুরনো দায়িত্বে যাঁরা রয়ে গেলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বীরভূমের বিতর্কিত জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। উল্লেখ্য, ঘটনাচক্রে তৃণমূলের এই সাংগঠনিক রদবদল এমন একটা সময়ে দাঁড়িয়ে হল, যখন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার হওয়া নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। শাসকদলের উপর এই ঘটনার জেরে চাপ বাড়িয়েছে বিরোধীরা।যদিও পার্থের গ্রেফতারির সঙ্গে এই রদবদলের কোনও সম্পর্কই নেই বলে দাবি করেছেন তৃণমূলের এক রাজ্য নেতা। তাঁর কথায়, ৫ মে দলের নতুন অফিসে এসে বৈঠকের পর, জুন-জুলাই মাসে সাংগঠনিক রদবদল করা হবে বলে আগে থেকেই স্থির করেছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই হল রদবদল। শাসকদলের আর এক নেতা জানান, ‘‘মন্ত্রিসভা ও সাংগঠনিক পদে সামঞ্জস্য আনতেই এই রদবদল হয়েছে। যাঁরা জেলা সভাপতি পদ থেকে বাদ পড়েছেন, তাঁদের কয়েকজনের জায়গা দেওয়া হতেই পারে মন্ত্রিসভায়।’’ অন্যদিকে, বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নামে বিতর্ক ছড়ালেও সংগঠন থেকে তাঁর নাম বাদ পড়েনি। এই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। কেন অনুব্রতর ওপর আস্থা রাখছে দল, এই নিয়ে ওয়াকিবহাল মহলে উঠছে প্রশ্ন। আসলে অনুব্রতর যোগ্য নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই আপাতত কারোর মনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct