আজিজুর রহমান, গলসি, আপনজন: গলসি ১ নং ব্লকের কৃষ্ণরামপুর উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ১২ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত হল সংখ্যালঘু ছাত্রাবাস। ফিতে কেটে যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গলসি বিধায়ক নেপাল ঘরুই। প্রদীপ পোজ্জোলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। মঞ্চে নাচ গান ও আবৃত্তি পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রীরা। জানা গেছে, ২০১৭ - ২০১৮ অর্থ বর্ষে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু দপ্তরের অর্থ ব্যায়ে ওই ছাত্রাবাসটি নির্মান করা হয়। যেখানে ৪৮ জন আবাসিক ছাত্র পড়াশোনা করতে পারবে। এর পাশাপাশি আবাসনের ভিতরে খাট, চেয়ার, টেবিল, সহ সমগ্র রান্নার সামগ্রী দেওয়া হয় সরকারি পক্ষ থেকে। বর্তমানে এলাকার বিভিন্ন জায়গার বেশকিছু ছাত্র ওই আবাসনে থেকে পড়াশোনা শুরু করেছে। গ্রামগঞ্জের স্কুলে সরকারি এমন উদ্দ্যোগে খুশি হয়েছেন এলাকার মানুষরা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গলসি বিধায়ক নেপাল ঘরুই, গলসি ১ বিডিও দেবলীনা দাস, বুদবুদ থানার ওসি মহম্মদ মনিরুল হক, গলসি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ রোকেয়া, ব্লকের বিএলএফ হায়দার আলি মন্ডল, স্কুলের পরিচালন সমিতির সম্পাদক সাদাতুল আলম খাদেম, এলাকার বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন, সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct