নাজিম আক্তার, চাঁচল, আপনজন: এবার চাঁচলের রাজপথে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর কোমড়ে দঁড়ি বেধে ও গলায় টাকার মালা ঝুলিয়ে টানতে টানতে নিয়ে ঘুরলেন বামফ্রন্ট কর্মী সমর্থকরা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শনিবার বিকেলে মুখ্যমন্ত্রী পদ ত্যাগের দাবিতে ও দুর্নীতি মুক্ত বাংলা গড়তে পথে নামে চাঁচলের বাম সংগঠন।জানা যায়,এদিন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জীর ছদ্মরুপ ধারণ করে চাঁচলের রাজপথে এইভাবেই নাটকীয় ভাবে চলে অভিনব প্রতিবাদ। শনিবার চাঁচল সদরের সবকটি রুটে এইভাবে শতাধিক বাম নেতা কর্মী বিক্ষোভ প্রদর্শন করেন।’চোর ধরো জেল ভরো’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে চাঁচলের রাজপথ।’চোর’ শব্দ লেখা হাতে প্লাকার্ড নিয়ে প্রায় শতাধিক বাম নেতা কর্মী এদিনের আন্দোলনে সামিল হয়।বাম সংগঠনের দাবি,দুর্নীতি মুক্ত বাংলা গড়তে হবে। এছাড়াও রাজ্যের শিক্ষা ব্যবস্থা পুনরায় সচল করতে হবে।বেশি পরিমাণে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে হবে। পাশাপাশি ৫০২ দুই দিন ধরে কলকাতায় ধর্নায় বসে থাকা যোগ্য চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগ পত্র দিয়ে স্কুলে নিয়ে আসতে হবে। দাবি পূরণ না করতে পারলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে পদত্যাগ করতে হবে বলে দাবি বামফ্রন্টের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct