অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বিদ্যালয় পরিদর্শন করলেন জেলাশাসক। খতিয়ে দেখলেন পরিকাঠামো সহ মিড-ডে মিলের মান। দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণার সাথে এদিনের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) তুষার সিমলা, মহকুমা শাসক (গঙ্গারামপুর) পি প্রমোদ, গঙ্গারামপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা প্রমূখরা। জানা গিয়েছে, শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত মালিপাড়া তপশিলি উপজাতি উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে যান জেলাশাসক বিজিন কৃষ্ণা। পাশাপাশি তিনি মালিপাড়া প্রাথমিক বিদ্যালয় ও পরিদর্শনে যান। জেলাশাসক সহ অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক খেয়ে দেখেন মিড ডে মিলের মান যথাযথ রয়েছে কিনা। পাশাপাশি তাঁরা কথা বলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের সঙ্গে। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় জেলা জেলাশাসক বিজিণ কৃষ্ণা জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে এই ধরনের পরিদর্শনের প্রয়োজনীয়তা রয়েছে। শনির ও রবিবার আমরা বিভিন্ন ক্ষেত্রে পরিদশনে যাই। সেএই দুটো বিদ্যালয়ে মিড ডে মিল ব্যবস্থা কেমন চলছে, পরিকাঠামো কেমন রয়েছে ইত্যাদি খতিয়ে দেখি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct