সুব্রত রায়, কলকাতা, আপনজন: রাজ্য মন্ত্রিসভায় ব্যাপক রদবদল ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। দলীয় সূত্রে খবর, খোল নলচে বদলে দিতে চাইছেন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যাদের বিরুদ্ধে নানা ধরনের কেন্দ্রীয় এজেন্সি গুলিতে অভিযোগ আছে ,সেই ধরনের কোন ব্যক্তিকে আর রাজ্য মন্ত্রিসভায় রাখতে চাইছেন না। নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে, রাজ্য মন্ত্রিসভায় ৪জন নতুন মুখ উঠে আসতে পারেন। এরা হলে বাবুল সুপ্রিয়, মণীষ গুপ্ত, নির্মল ঘোষ এবং তাপস রায়। সেই সঙ্গে কিছু মন্ত্রীর দফতরের রদবদলের ঘটনাও হবে। বিশেষ করে যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা কেন্দ্রীয় এজেন্সির হাতে রয়েছে সেই সব মন্ত্রীর ভার লাঘব করা হবে। বাবুল সুপ্রিয় বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন। তাঁকে সম্ভবত তথ্য-প্রযুক্তি দফতরের মন্ত্রী করা হতে পারে। মণীষ গুপ্ত এখন বিধায়ক নন। কিন্তু মন্ত্রী হওয়ার আগে বা মন্ত্রী হওয়ার ৬ মাসের মধ্যে রাজ্য বিধানসভার সদস্য বা বিধায়ক হিসাবে নির্বাচিত হতে হয়। এখন রাজ্যের মধ্যে একমাত্র কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের আসনটি ফাঁকা আছে। সেই আসনে আগে বিধায়ক ছিলেন প্রয়াত রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে। সেই আসনের উপনির্বাচনেই মণীষ গুপ্তকে প্রার্থী করা হতে পারে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
নির্মল ঘোষ ও তাপস রায় দুইজনই অবশ্য বিধায়ক। নির্মলবাবু পানিহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক এবং তাপসবাবু বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক। এদের মধ্যে নির্মলবাবুকে ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী করা হতে পারে। তাপসবাবু পেতে পারেন পরিষদীয় দফতরের দায়িত্ব। আবার মণীষবাবু মানিকতলায় প্রার্থী হলে এবং সেই নির্বাচনে তিনি জয়ী হলে তাঁকে শিল্প-বাণিজ্য দফতরের মন্ত্রী করা হতে পারে বলেই তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct