সুব্রত রায়, কলকাতা, আপনজন: সাংবাদিকদের সামনে বারংবার একই প্রশ্নের সম্মুখীন হতে গিয়ে কিছুটা মেজাজ হারাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় । রবিবার স্বাস্থ্যপরীক্ষা করতে হাসপাতালে ঢোকার আগে জানিয়েছিলেন, তাঁর কোনও টাকা নেই। বেরোনোর সময় আবার একই কথা বললেন পার্থ চট্টোপাধ্যায়। তবে এ বার একটু অধৈর্য তাঁর সুর। সাংবাদিকরা তাঁর কাছে জানতে চেয়েছিলেন, উদ্ধার হওয়া টাকা কার? জবাবে পার্থ টানা তিন বার একই উত্তর দিলেন। বললেন, ‘‘আমার নয়, আমার নয়, আমার নয়।’’ বেশ কিছুটা বিরক্তের সুরে এইভাবে নিজের উত্তর ছুঁড়ে দিলেন সাংবাদিকদের পার্থ চট্টোপাধ্যায়।
রবিবার জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করাতে এসে এই প্রথম টাকা নিয়ে প্রতিক্রিয়া দিলেন পার্থ। এর আগে তিনি ‘ষড়যন্ত্রের’ কথা বলেছেন। তাঁকে সাসপেন্ড করা নিয়ে দলের সিদ্ধান্ত নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে এর আগে টাকা নিয়ে কোনও মন্তব্য শোনা যায়নি তাঁর মুখ থেকে। রবিবার সকালে প্রথম পার্থকে বলতে শোনা যায়, ‘‘আমার কোনও টাকা নেই।’’ তাঁকে হাসপাতালে ঢোকার মুখে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন টাকা কার? তাতেই ওই জবাব দেন পার্থ। এ ছাড়াও আরও বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছিল পার্থকে। তিনি সেগুলিরও জবাব দেন। স্বাস্থ্যপরীক্ষা করে বেরোনোর পথে তাঁকে আবার একই প্রশ্ন করা হয়েছিল। তবে এ বার আরও বিশদে। তাঁর কাছে জানতে চাওয়া হয়, উদ্ধার হওয়া টাকা কার? জবাবে পার্থ কিছুটা অধৈর্য ভাবেই জবাব দেন, তাঁর নয়। তবে এক বার নয়। এক টানা তিন বার একই জবাব দেন পার্থ।পার্থের এই প্রতিক্রিয়া শুনে মনে হতে পারে, তিনি এই প্রশ্নে কিছুটা ক্লান্ত, অধৈর্যও। যদিও এর বাইরে আর কিছু বলতে শোনা যায়নি তাঁকে। হাসপাতালে ঢোকার মুখে প্রাক্তন মন্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি কি সুস্থ বোধ করছেন? জবাবে পার্থ জানিয়েছিলেন, তিনি সুস্থ বোধ করছেন না। যদিও রাজনৈতিক মহল মনে করছে পার্থ চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে যে মন্তব্য করছেন ইডির হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় তিনি কিন্তু অন্য তথ্য জানাচ্ছেন। যা কিনা শাসকদলের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct