বাইশে শ্রাবণ
সংগ্রাম সাহা
বুঝেছি তোমায় নিয়ে
লেখা কত সহজ
যেই বসেছি হাতে নিয়ে
কলম আর কাগজ।
তুমি হলে বিশ্বকবি
সবার রবীন্দ্রনাথ
তোমায় ছাড়া এ জগত
একেবারেই অনাথ।
বেদের মন্ত্র যেন
তোমার কবিতা
বাঙালির ঘরে ঘরে
আছে সঞ্চয়িতা।
তোমার প্রয়াণ দিবস
বাইশে শ্রাবণে
শ্রদ্ধায় স্মরণ করি
তোমার কবিতা গানে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct