কলুষিত বিশ্ব
জুলফিক্কার মোল্লা
সৃষ্টিকর্তা দিয়েছেন স্বচ্ছ স্বাধীন বিশ্ব
মোরা করছি তারে শুধু নিঃস্ব ।
প্রদান করেছেন তিনি মুক্ত পরিবেশ
মোরা ধরেছি শুধু মিথ্যার আবেশ ।
বিশ্ব মাতা আমায় প্রশ্ন করে,
কোথায় দেখাবো সন্তানকে আলো ?
সবই তো কাপড় মোড়া কালো ।
মানুষ করার জন্য কী দেবো তারে শিখতে
যেথাই শিক্ষিতরা সব জালিয়াতির শীর্ষে
কোন বিশ্ব ভবনে রাখব তারে
যেথা সত্য ছেড়ে মিথ্যা ধরে ।
শিক্ষিতরা করলে চুরি সাহেবিয়ানা।
সাধারণ মানুষ করলে পরে হবে
একের পর এক জেল-জরিমানা ।
যে চোর সেই খোঁজে চোরকে
বিশ্ব সমাজ যাচ্ছে তাই হড়কে ।
মহান বিদ্যা বুদ্ধি খরচ করে
মানব হারা পরমাণু তৈরি করে ।
তবে এটাই কি বিশ্ব শান্তি ?
ত্রিভুবন সইবে আর কত বিভ্রান্তি ?
বিরাট পদে বসে, জালিয়াতি করে কষে।
সন্তান আমায় একটি মহা প্রশ্ন করে
শুনছো বাবা, অযোগ্য আর দুর্নীতি
আজ কি মোদের দেশের গতি ?
সৃষ্টি কর্তা যদি ফেরত চান
তার গড়া প্রকৃত স্বচ্ছ মহা বিশ্ব
সেদিন হয়তো হবে সবই,
মিথ্যা,যুদ্ধ আর দুর্নীতি নিঃস্ব
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct