এম মেহেদি সানি, কলকাতা, আপনজন: আপনজন: শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ৯৮৮ জন নার্সিং স্টাফ নিয়োগ করার তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় ১৭২জন সংখ্যালঘু মেয়ে স্থান পেয়েছেন। আর উল্লেখযোগ্য ব্যাপার হল, এই তালিকায় সংখ্যালঘুদের বেশিরভাগ ওবিসি-এ ক্যাটেগরিতে নিয়োগ পেলেও, বহু প্রার্থী মেধার জোরে সাধারণ তালিকায়ও স্থান পেয়েছেন। তবে, এবারের নিয়োগের ক্ষেত্রে ভাল সাফল্য পেয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের নার্সিং পড়ুয়ারা। এই নিয়োগ তালিকায় শুধুমাত্র আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের বিএসসি নার্সিং প্রোগ্রামের ৫৪ জন পড়ুয়ার মধ্যে ৫৩ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন বলে জানা গেছে। এটা নিঃসন্দেহে আলিয়া বিশ্ববিদ্যালয়কে কৃতিত্বের স্বাক্ষর রাখবে। কারণ, ইতিপূর্বে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কোনও কোর্সের উত্তীর্ণ পড়ুয়ারা একসঙ্গে এতগুলো চাকরি পাননি। এ বিষয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের বিএসসি নার্সিং প্রোগ্রামের সময়কার উপাচার্য ড. অাবু তালেব ‘আপনজন’কে জানিয়েছেন, আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নার্সিং বিভাগে মূল্যবান শিক্ষণ, নির্দেশিকার ফলে নার্সিং পড়ুয়াদের সাফল্য নিঃসন্দেহে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বছরের নার্সিং পড়ুয়াদের উৎসাহিত করবে।
তবে, এ বিষয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের আলিয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য ড. আবু তাহের কামরুদ্দিন ‘আপনজন’কে ফোনে জানিয়েছেন, আলিয়ার প্রথম নার্সিং ব্যাচের শিক্ষার্থীদের ব্যাপক সাফল্য সম্পর্কে তার জানা নেই। এ ব্যাপারে নার্সিং বিভাগে যোগাযোগ করতে হবে। ওরাই প্রকৃত তথ্য বলতে পারবে। যদিও তিনি আলিয়ার নার্সিং বিভাগের সাফ্যলের কথা শুনে সন্তোষ প্রকাশ করে বলেন, আলিয়া থেকে নার্সিং উত্তীর্ণদের সবাই সরকারি চাকরি করছেন এমন নয়, তারা বেসরকারি চাকরিও করছেন। তবে এটুকু বলা যেতে পারে নার্সিং বিভাগ ভাল চলছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজ স্থাপনের অগ্রগতি প্রসঙ্গে জানতে চাওয়া হলে আবু তাহের কামরুদ্দিন ‘আপনজন’ সাংবাদিককে অকপটে জানান, ‘না এবিষয়ে আমি কোনকিছু বলতে পারব না, আমার এই বিষয়ে কিছু জানা নেই।’
উল্লেখ্য, আলিয়া বিশ্ববিদ্যালয় ২০১৬ সালে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অনুমোদন নিয়ে বিএসসি নার্সিং প্রোগ্রাম শুরু করে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ড. আবু তালেব খানের বিশেষ প্রচেষ্টার আলিয়া বিশ্ববিদ্যালেয়ে নার্সিং পড়ানো শুরু হয়। এটিই একমাত্র রাজ্য বিশ্ববিদ্যালয় যেখানে নিজস্ব মেডিকেল কলেজ ও হাসপাতালের সুবিধা ছাড়াই নার্সিং পড়ানো শুরু করা হয়। এটি খান জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে স্বাস্থ্য দফতর, বাংলা সরকারের সাহায্য এবং নার্সিং পড়ুয়াদের প্র্যাকটিক্যাল ট্রেনিং-এর জন্য ন্যাশনাল মেডিক্যাল কলেজ যে সর্বান্তঃকরণে সহায়তা দিয়েছে, তাতেই আলিয়া বিশ্ববিদ্যালয়ে নার্সিং পড়ানো সম্ভব হয়ে ওঠে। আলিয়া বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া সেই নার্সিং কোর্সে পড়ার সুফল এখন পেতে শুরু করেছেন সংখ্যালঘু মেয়েরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct