সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: সম্প্রতি বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কাঞ্চননগর আদিবাসী গ্ৰামে এক বৃদ্ধাকে ‘ডাইনি’ অপবাদ দিয়ে তাকে একঘরে করে দেওয়া এবং আর্থিক জরিমানা করে বলে খবর। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর ব্লক এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কাঞ্চননগর আদিবাসী পাড়ায় একটি কূসংস্কার বিরোধী সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। যুক্তিতর্কের জন্য বিজ্ঞান মঞ্চের সদস্যদেরও আহ্বান জানানো হয় শিবিরে।এদিন সচেতনতা শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজা আদক, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন, বিজ্ঞান মঞ্চের সদস্যগণ এবং পদুমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ গড়াই সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, সমাজের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত বেশ কিছু প্রত্যন্ত গ্ৰামীন এলাকায় কুসংস্কারে বশীভূত হয়ে রয়েছে, যারফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশ কিছু মানুষ তথা পরিবারের। তাই প্রশাসনিক গত ভাবে উক্ত গ্রামের মানুষকে সচেতন করা হয় শুক্রবার একটি সচেতনতা শিবির অনুষ্ঠানের মাধ্যমে । উপস্থিত অতিথিগন তাদের বক্তব্যে বলেন সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হোন, ওঝা,ঝাড়ফুক,তথা ভ্রান্ত ধারণার বশীভূত হয়ে কারো ক্ষতি হোক সেটা কখনো কাম্য নয়। সাপে কাটলে যেমন ওঝার কাছে নয়, তারজন্য সরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করার ও পরামর্শ দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct