সুব্রত রায়, কলকাতা, আপনজন: আবার কলকাতা মহানগরীতে সোনার খোঁজ মিলল। এবার কলকাতা বিমানবন্দর থেকে প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত করল শুল্ক দফতর। শুক্রবার রাতে চার যাত্রীর থেকে প্রায় হাজার গ্রাম সোনা বাজেয়াপ্ত করার পর ওই রাতেই কলকাতা বিমানবন্দরের শুল্ক দফতরের অধিকারীকেরা আরও দুই যাত্রীর কাছ থেকে প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত করেন।শুল্ক দফতর সূত্রে খবর, একজন যাত্রীর থেকে ৫৩৯.১ গ্রাম ২৪ ক্যারেট সোনা উদ্ধার হয়। অন্যজনের থেকে ২২৮.৫ গ্রামের মত রুপোর চেইন ও বালা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে তা বাজেয়াপ্ত করা হয়। সোনা ও রুপোর যৌথ বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।কয়েকদিনের ব্যাবধানে একাধিক সোনা উদ্ধারের ঘটনা নিঃসন্দেহে ভাবাচ্ছে প্রশাসনকে। এর আগে ২৪ জুলাই এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে কলকাতা বিমানবন্দরে। বিমানের আসনের নীচ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সোনা। যে সোনার আনুমানিক বাজার মূল্য় প্রায় ২০ লক্ষ টাকার বেশি। এই বিপুল অর্থের পরিমাণ চমকে দেয় বিমাবন্দর আধিকারিকদের। তবে শনিবারের উদ্ধার হাওয়া সোনার পরিমাণ নিয়েও এখন অবাক হচ্ছেন বিমানবন্দর আধিকারিকরা।কলকাতা সোনা পাচারের কোনও নির্দিষ্ট গেটওয়ে হয়ে উঠেছে কি না, সে নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে একের পর এক সোনা উদ্ধারের ঘটনার কারণেই। অনেকেই বলছেন, কলকাতা বিমাবন্দর কার্যত একটি গেটওয়েতে পরিণত হয়েছে। কলকাতা থেকে চোরাই পথে সোনা পাচার করে দেওয়া হচ্ছে পৃথিবীর বিভিন্ন অংশে। সেই কারণেই এখানে মাঝে মাঝেই পাচারের ঘটনায় গ্রেফতার হতে দেখা যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct