আপনজন ডেস্ক: মিয়ানমারের সাগাইং অঞ্চলের বেসামরিক নাগরিকদের ওপর আবার দমন-পীড়নের লক্ষ্যে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে আতঙ্কে বাসস্থান ছেড়ে পালিয়ে গেছেন এক হাজারের বেশি মানুষ। বৃহস্পতিবার ঐ অঞ্চলের সালিঙ্গি শহরে নতুন করে অভিযান চালানো হয়। সংবাদমাধ্যম ইরাবতীর খবরে বলা হয়েছে, ইয়ে খার এবং শ্বে হতাউক গ্রামের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করেছে প্রায় ১৫০ সেনা সদস্য। সালিঙ্গির এক বাসিন্দা বলেন, গত মাসে জান্তা বাহিনী এখানে ব্যাপক অভিযান চালিয়েছিল। যারা প্রাণ নিয়ে পালাতে পেরেছিলেন তারা কয়েকদিন আগে ফিরেছেন। এর মধ্যে আবার হামলা চালালো সেনারা। খবরে বলা হয়েছে, ইয়ে খার এবং শ্বে হতাউকে সব মিলিয়ে আড়াই শতাধিক ঘর আছে। সেনা সদস্যদের লাগানো আগুনে কতগুলো ঘরে পুড়ে গেছে, তাৎক্ষণিকভাবে এ হিসাব বের করতে পারেনি গ্রামবাসী। সেখানকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য দ্রুত খাদ্য সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন অনেকে।গত জুনেও সালিঙ্গি শহরে সামরিক অভিযানে কয়েক হাজার বেসামরিক লোক নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। যাদের অনেকে এখনো নিজ বাড়িতে ফিরতে পারেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct