এহসানুল হক, বসিরহাট, আপনজন: উত্তর ২৪ পরগনার কচুয়ায় লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি উপলক্ষে আগামী আগস্টের ১৭-১৮-১৯ ৩ দিন ধরে লক্ষাধিক মানুষের সমাগম হয় কচুয়া লোকনাথ মন্দিরে। কয়েক বছর আগে কচুয়া লোকনাথ মন্দিরে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছিল পাঁচজনের। সেই দিকে লক্ষ্য রেখে আগাম প্রস্তুতি নিয়েছেন বসিরহাটের পুলিশ প্রশাসন। এদিন কচুয়া চত্বর পরিদর্শন করলেন বসিরহাট মহকুমা শাসক মৌসম মুখার্জী, বাদুড়িয়া এসডিপিও , স্বরূপনগর এর সার্কেল ইন্সপেক্টর , মাটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক, বসিরহাট ২ নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক ও লাইন ডিপার্টমেন্ট এর সমস্ত আধিকারিক, উপস্থিত ছিলেন বসিরহাট টু সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়দীপ চক্রবর্তী সহ বিশিষ্টজনরা।
এদিন কচুয়া গিয়ে কচুয়া মন্দির পরিদর্শন করলেন মহাকুমা শাসক পরে মন্দিরের দায়িত্বপ্রাপ্ত কমিটিদের সঙ্গে কথা বললেন। পাশাপাশি সাংবাদিকদের মহাকুমা শাসক বলেন, আগামী আগস্টের ১৭-১৮-১৯ তারিখ জন্মাষ্টমী রয়েছে। লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় এই কচুয়াতে, দূর দূরান্ত থেকে জল এনে বাবা লোকনাথের মন্দিরে জল ঢালেন। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে এই বিশেষ জায়গায় আসতে পারেন, তার জন্য যে যে ব্যবস্থা নেওয়ার সেটি আমরা প্রশাসনের দিক থেকে নেব। আজ দেখতে এলাম কোথা থেকে মানুষ আসবে কোন রাস্তা দিয়ে মানুষ বার হবে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অন্যদিকে বসিরহাট টু সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়দীপ চক্রবর্তী বলেন, কচুয়া মন্দিরের জন্য রাস্তা প্রশস্ত করা হয়েছে, পানীয় জলের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রচুর মানুষ এলে যাতে কষ্ট না হয় তার জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে মানুষদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct