বাবলু প্রামাণিক, বারুইপুর, আপনজন: সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে ও সহযোগিতায় নানা ধরনের কর্মসূচি পালিত হচ্ছে সুন্দরবনে বাঘ দিবস। কোথাও নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আবার কোথাও কুইজ প্রতিযোগিতা আয়োজিত হয়। কোথাও পথনাটিকার, স্বাস্থ্য শিবিরও করা হয়। বাঘ দিবস উপলক্ষে সুন্দরবনের জঙ্গল লাগোয়া এলাকার মানুষদের সঙ্গে নিয়ে সুন্দরবনের বাঘ, জঙ্গল রক্ষা করা। আর সেই উদ্দেশ্যেই বিশ্ব বাঘ দিবস উপলক্ষে এই নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয়। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস বলেন, ‘‘মূলত সুন্দরবনকে বাঁচানার উদ্দেশ্যেই এই অনুষ্ঠান করা হয়। সুন্দরবনের সঙ্গে সঙ্গে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার কে বাঁচাতে হবে। কারণ সুন্দরবনই একমাত্র ম্যানগ্রোভ অঞ্চল যেখানে বাঘ রয়েছে। সারা পৃথিবীতে প্রচুর ম্যানগ্রোভ আছে। কিন্তু ম্যানগ্রোভের মধ্যে বাঘ নেই কোথাও।’’ তিনি বলেন, ‘‘ভারতবর্ষ জুড়ে বাঘের গণনার সময় দেখা যায় এখানে ৯৬টি বাঘ রয়েছে। তবে বাঘের শিশুদের গোনা হয়নি।
যেগুলো ক্যামেরার সামনে আসেনি, তাদেরও গোনা হয়নি।’’ তাঁর দাবি, ‘‘এবারের বিশ্ব বাঘ দিবসে ৯৬ নট আউট বলে অনুষ্ঠান করা হয়। এর মাধ্যমে মানুষকে জানানো যে, এখানে ৯৬টি বাঘ আছে। এখানে ধীরে ধীরে বাঘের সংখ্যাটা বেড়েছে। ভবিষ্যতে আরও বাড়বে। মানুষের সহযোগিতা পেলে আমরা আগামী দিনে সুন্দরবনকে আরও সমৃদ্ধ করতে পারব এবং পরিবেশকে রক্ষা করতে পারব।’’ সুন্দরবনে বাঘ দিবস পালিত হল মহা সমারোহে। সেখানকার মানুষের সহযোগিতায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাঘ দিবস পালিত হয় গোটা সুন্দরবন অঞ্চল জুড়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct